‘শেকড়’ সিনেমার গল্পটা দুর্দান্ত: দিলারা জামান
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান। ৮১ বছর বয়সেও যিনি কাজ করে চলেছেন ক্লান্তিহীন। সম্প্রতি নির্মাতা প্রসূন রহমানের ‘শেকড়’ ছবিতে যুক্ত হয়েছেন তিনি। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সিনেমার অন্যান্য কলাকুশলীর সঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হন এই গুণী অভিনেত্রী।
সেখানে তিনি বলেন, অনেক ভাল একটা কাজ হতে যাচ্ছে ‘শেকড়’। গল্পটা দুর্দান্ত। চেষ্টা করবো ভালোভাবে কাজটি শেষ করার।
দিলারা জামান আরও বলেন, নতুন ও আগামীর প্রজন্মের মাঝে ইতিহাস-সংস্কৃতি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। এই সিনেমার মাধ্যমে দর্শক সেরকম কিছু পাবে।
‘শেকড়’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন এফ এস নাইম ও আইশা খান। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে সমু চৌধুরী, সঙ্গীতা চৌধুরী, শাহরিয়ার সজিব, নাইরুজ সিফাত, নাফিস আহমেদ, ফাতেমা-তুজ-জোহরা ইভা, বৈদ্যনাথ সাহা ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়াকে দেখা যাবে।
মন্তব্য করুন