আরটিভিতে আজ (২৬ আগস্ট) যা দেখবেন
সোমবার, ২৬ আগস্ট ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আয়োজন—
সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়।’
সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ।’
সকাল ১০টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘বাবার জন্য যুদ্ধ।’ অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা প্রমুখ।
দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘মন যেখানে হৃদয় সেখানে।’ অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
বিকেল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসিমপুর’।
বিকেল ৫টা ৩০ মিনিটে ‘সবুজ পৃথিবী।’
বিকেল ৬টা ৫ মিনিটে ইসলামী সরাসরি অনুষ্ঠান ‘প্রশ্ন করুন।’
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বীমা ও বাংলাদেশ।’
রাত ৮টায় নির্বাচিত নাটক ‘অবাক প্রেম।’ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ।
রাত ৯টা ২০ মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের ধারাবাহিক নাটক ‘গোলমাল’।
পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।
অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।
রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান।’
রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।
অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, তারেক স্বপন, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, অনামিকা, সিলভি, তন্ময় সোহেল প্রমুখ।
রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ।’
রাত ১১টা ২০মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই।’
রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ।’
মন্তব্য করুন