• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের পাশে শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ০৮:৫০
ফাইল ছবি

ভয়াবহ বন্যার কবলে দেশের ১১টি জেলা। এতে ২৩ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৫ লাখেরও বেশি মানুষ। এ অবস্থায় যে যেভাবে পারছেন ভালোবাসার হাত বাড়িয়ে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন।

এমন পরিস্থিতিতে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা-শিল্পী-কর্মচারীরা তাদের ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) শিল্পকলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান বন্যায় আক্রান্ত হয়েছে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ বেশ কিছু জেলা। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ পরিবার। দেশে সংস্কৃতি চর্চা ও কৃষ্টি-ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে মানবিক সহায়তার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই উদ্যোগ।

এতে আরও বলা হয়েছে, এছাড়া একাডেমির কর্মকর্তা কল্যাণ সমিতির ত্রাণ সংগ্রহ উপকমিটির মাধ্যমেও অর্থ ও অনান্য সহায়তা সামগ্রী সংগ্রহ চলছে। একাডেমির অর্থ বিভাগের তথ্য অনুসারে ১ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থের হিসেবে ৩ লক্ষ টাকা মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা প্রদান করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগস্টের বন্যায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৭৪ জনের প্রাণহানি
৮৬৫০ জন বন্যার্তদের মধ্যে নোবিপ্রবি ফার্মাসি বিভাগের চিকিৎসা সেবা
১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায় 
বন্যা দুর্গতদের জন্য ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প