• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সায়নী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ নভেম্বর ২০২৪, ১৮:২৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

হাসপাতালে ভর্তি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের বাবা সমর ঘোষ। তারকা নিজেই ছবি পোস্ট করেছেন। আর ছবির ক্যাপশনে দিয়েছেন আবেগঘন বার্তা।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, কারণে অকারণে, নিষেধে বা বারণে/তোমার নামেই যতো জোছনা নিলাম। ভেতরে বাহিরে, দহণে বা ধারণে, আমায় নিখোঁজ ভাবো বা পাশেই ছিলাম।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে বাড়িতে জ্ঞান হারান সায়নীর বাবা। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশিষ্ট পালমোনোলজিস্ট ডা. দেবরাজ যশের তত্ত্বাবধানে আছেন তিনি। ফুসফুসে সংক্রমণ রয়েছে। শোনা গেছে, শিগগিরিই সায়নীর বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে মারা যান সায়নীর মা সুদীপা ঘোষ। অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করানোও হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। ১৫ জানুয়ারি বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মা চলে যাওয়ায় বাবা-ই যেন অভিনেত্রীর সব।

আরটিভি / এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাচসাস পরিবার দিবসে কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারাকে সম্মাননা
পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী আইশার
রণবীরের সঙ্গে মাহিরার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেভাবে সামাল দেন অভিনেত্রী
প্রসবোত্তর অভিজ্ঞতা শেয়ার করে সমালোচনার মুখে সানা খান