• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

কারও মনে আঘাত দিয়ে বড় হতে পারবেন না: তাসরিফ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ নভেম্বর ২০২৪, ১৩:০২
তাসরিফ খান

গানের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। যে কোনো অসহায় মানুষের বিপদে এগিয়ে যান তিনি। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন তাদের পাশে থাকতে। সোশ্যাল মিডিয়াতেও প্রতিনিয়তই সরব তাসরিফ।

সেখানে বরাবরই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করতে দেখা যায় তাকে। এবার রহস্যজনক একটি পোস্ট দিলেন তিনি। আর এতেই নড়েচড়ে বসেছে তার ভক্তরা। হঠাৎ কী হলো তাসরিফের? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তাসরিফ। ক্যাপশনে গায়ক লিখেছেন, ‘কারণে অকারণে কাউকে ইচ্ছাকৃত ভাবে ছোট করলে নিজের অজান্তেই আপনি আপনার চারপাশের লোকজনের কাছে একজন ছোটলোক হিসেবে বিবেচিত হন। জেনে রাখুন, তারা আপনাকে করুণা করে বিধায় মুখের উপরে ছোটলোক বলতে পারে না।’

এখানেই শেষ নয়, এরপর কমেন্টবক্সে তাসরিফ লেখেন, ‘হোক অনলাইনে কিংবা অফলাইনে, মানুষকে ছোট করা থেকে বিরত থাকুন। কাউকে ইচ্ছা করে মনে আঘাত দিয়ে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। কোনোদিনই না।’

পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গেই মন্তব্যে ঝড় উঠেছে গায়কের কমন্টেসবক্সে। একজন লিখেছেন, আপনি ঠিক বলেছেন। এগিয়ে যান পাশে আছি ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল।

তাসরিফের এক ভক্ত লেখেন, সত্যি কথা এখনকার সমাজে কিছু কিছু মানুষ নিজেকে নিজে অনেক কিছু মনে করে। আরেক নেটিজেনের ভাষ্য, ‘তাসরিফ ভাই চমৎকার একটা সুন্দর কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমন বাজে অভিজ্ঞতার শিকার আমরা এর আগে হইনি: তাসরিফ খান
কত ক্ষমতা সিন্ডিকেট ব্যবসায়ীদের, প্রশ্ন তাসরিফের
সবকিছুই এখন আপনাদের ওপর নির্ভর করছে: তাসরিফ খান
চোখের সামনে ঘর তলিয়ে গেলেও কাঁদতে দেখিনি: তাসরিফ খান