• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

কবে মুক্তি পাচ্ছে ‘৮৪০’, জানালেন ফারুকী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:১৭
ছবি: সংগৃহীত

২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে সিরিজ ‘৪২০’ নির্মাণ করেছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। লম্বা বিরতির পর সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানান ফারুকী। এবার সিরিজটি মুক্তির দিনক্ষণ জানালেন নির্মাতা।

আগামী ১৩ ডিসেম্বর তারিখ দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে ‘৮৪০’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’র ট্রেলার। এটি মুক্তি পাওয়ার পরই শোরগোল ফেলে দিয়েছে দর্শকমহলে।

এরপর দর্শকদের প্রশ্ন উঠে, কবে, কখন এবং কোথায় দেখতে পাওয়া যাবে ‘৮৪০’? সেই প্রশ্নের জবাবেই ফারুকী জানান, সিরিজটি দেখতে ভক্তদের লম্বা সময় অপেক্ষা করতে হবে না।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘৮৪০’-এর অফিশিয়াল পোস্টার শেয়ার করেছেন ফারুকী। সেখানেই ঘোষণা দেওয়া হয়েছে আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাবে সিরিজটি।

ছবিয়াল প্রোডাকশন থেকে ‘৮৪০’ সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহপ্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। তবে শুধু প্রেক্ষাগৃহে নয়, ওটিটি এবং টেলিভিশনেও দেখা যাবে সিরিজটি।

‘৮৪০’ সিরিজে বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে পর্দা কাঁপাবেন অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়া সিরিজে আরও রয়েছেন, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারসহ অনেকেই।

আরটিভি/এইচএসকে-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘এত উন্নয়ন করছি, তবুও কেউ ভালোবাসল না’
আসছে ফারুকীর ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’
শেখ হাসিনার কথা মনে করিয়ে যা বললেন ফারুকী
সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন ফারুকী