• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

মারা গেছেন অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু 

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২১ ডিসেম্বর ২০২৪, ০০:১৬
মারা গেছেন অর্থহীনের সাবেক গিটারিস্ট পিকলু 
মিনহাজ আহমেদ পিকলু। ছবি : সংগৃহীত

মারা গেছেন রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু। তিনি ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে তিনি মারা যান বলে জানিয়েছেন পিকলুর বন্ধু সিপাত আলতামুস।

তিনি জানান, রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গিটারিস্ট পিকলু আশির দশকের মাঝামাঝিতে হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে গিটার বাজাতেন। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন। পরে ১৯৯৯ সালে অর্থহীন ব্যান্ডে যোগ দেন পিকলু। অর্থহীনের রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গিটারিস্টের ঝুলন্ত মরদেহ উদ্ধার, যা বলছে পুলিশ
বছরের শুরুতেই অর্থহীনে নতুন মুখ
এ আর রহমানের পর এবার তার টিমের নারী গিটারিস্টের বিচ্ছেদ ঘোষণা
আমার শরীরে ১১টি অস্ত্রোপচার হয়েছে: বেজবাবা সুমন