• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

বছর শেষে ‘ঠিকানা’ নিয়ে হাজির লালন

আরটিভি নিউজ

  ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৭
সংগৃহীত
ছবি: সংগৃহীত

লম্বা বিরতির পর বছর শেষে নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হলেন শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক লালন মাহমুদ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নিজের ইউটিউব চ্যানেলে ‘ঠিকানা’ শিরোনামের নতুন এই গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়।

'ঠিকানা জানো কি তুমি/ অচেনা বন্ধু এক আমি/ তবে কি মিছেমিছি পথ চলা/ গোধুলী আর ঝাপসা আল্পনা' কথাগুলোর এ গান লিখেছেন লালন মাহমুদ। গানটির সুর ও সংগীতায়োজনও করেছেন তিনি নিজেই। এছাড়া গানের মিক্স ও মাস্টার করেছেন 'গানের কারখানার' সুরকার, সংগীত পরিচালক মিনহাজ জুয়েল। গানটির মিউজিক ভিডিও তৈরি করেছেন তরুণ নির্মাতা রাশেদুল ইসলাম। এতে অভিনয় করেছেন অভিনেত্রী মারশিয়া শাওন ও শিল্পী লালন মাহমুদ।

নতুন গান প্রসঙ্গে লালন মাহমুদ জানান, ঠিকানা প্রায় ১১ বছর আগে লেখা ও সুর করা গান। এতে বন্ধুত্ব ও টানাপোড়নের গল্প উঠে এসেছে।

নিজের অনুভূতি জানিয়ে লালন মাহমুদ বলেন, আমি সব ধারার গানই পছন্দ করি। সামনে ব্যান্ডের গানও আসবে, ইনশআল্লাহ। তাছাড়া 'সন্ধ্যা সন্ধ্যা লাগে' নামে আরও একটি গানের কাজ করছি এখন। আশা করি, ঠিকানা গানটি সবার ভালো লাগবে।

প্রসঙ্গত, লালন মাহমুদ ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ব্যান্ড অর্জন। ব্যান্ডেটির নীড়হারা পাখি ও মাঝরাতে জোছনাসহ রক ধারার বেশ কয়েকটি গানের সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। তবে প্রায় ছয় বছর পর ভিন্ন ধারার গান নিয়ে ফিরলেন এই শিল্পী।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলে দিল্লি ছেড়ে নতুন ঠিকানায় পন্টিং
আরটিভিতে আজ (১৬ সেপ্টেম্বর) যা দেখবেন
বার্সেলোনা ছেড়ে পুরোনো ঠিকানায় ফিরলেন গুন্দোয়ান
নিউইয়র্কে বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন খালেদ মুহিউদ্দীন