ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

আইনি জটিলতায় পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ , ০৬:৫৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মাইকেল’। চলতি বছরের ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল বায়োপিকটির। কিন্তু আইনি কিছু জটিলতায় পিছিয়ে গেছে সিনেমাটির মুক্তি। 

বিজ্ঞাপন

জানা গেছে,  ‘মাইকেল’র মুক্তি পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। তবে সেসময় কোনো কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল, কিছু আইনি সমস্যা রয়েছে যে কারণে চিত্রনাট্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে। এমনকি নতুন করে ধারণ করতে হবে কিছু দৃশ্যও।  কিন্তু এবার জানা গেল, চলচ্চিত্রটি জর্ডান চ্যান্ডলার নামক এক ব্যক্তির সঙ্গে একটি আইনি চুক্তি লঙ্ঘন করেছে। যিনি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন।
  
জর্ডানের সঙ্গে মাইকেল’স এস্টেট একটি চুক্তি করেছিল যে, পপ সম্রাট সম্পর্কিত কোনো ধরনের প্রকল্পে তার প্রসঙ্গ আনা যাবে না। এই বন্দোবস্তে ২০ মিলিয়ন ডলারও পেয়েছিলেন তিনি। কিন্তু সিনেমাটির উচ্চপদস্থরা এই চুক্তি সম্পর্কে অবগত ছিলেন না। ফলে আইনি সমস্যায় পড়েছেন তারা।  তবে বায়োপিকটি পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলতি বছরের মার্চেই পুনঃদৃশ্যায়ন শুরু হবে সিনেমাটির।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাইকেল  জ্যাকসনের বায়োপিকটি চলতি বছরের ৩ অক্টোবর মুক্তি পাবে। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাগ্নে জাফর জ্যাকসন। এ ছাড়া সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ।

বিজ্ঞাপন


আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |