ঢাকা

কনার ‘মন বলছে তাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৩ আগস্ট ২০১৮ , ০৬:৪৩ পিএম


loading/img

ঈদ উল আজহাকে ঘিরে সরগরম হয়ে উঠছে সঙ্গীতাঙ্গন। কণ্ঠশিল্পীরা ভক্তদের উপহার হিসেবে নিয়ে আসছেন নতুন গান। সেই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখেই প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনার নতুন গান।

বিজ্ঞাপন

গানটির শিরোনাম ‘মন বলছে তাই’। লিখেছেন মাসুম আওয়াল। গানটির  সুর ও সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যন্ডের ইমন চৌধুরী।

আর এই গানটির নান্দনিক একটি ভিডিও তৈরি করেছেন নাট্য নির্মাতা হাসান রেজাউল। কনার মিষ্টি গায়কীর পাশাপাশি ভিডিওতেও দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

গানটির মডেল হিসেবে থাকছেন ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা এফএস নাঈম ও শবনম ফারিয়া। চলতি সপ্তাহেই জাগো মিউজিক এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি।

নির্মাতা হাসান রেজাউল জানান, সম্প্রতি রাজধানীর রমনা পার্কসহ বেশ কিছু মনোরম লোকেশনে গানটির দৃশ্যায়ন শেষ হয়েছে।

নতুন এই গানটি নিয়ে কণ্ঠ শিল্পী কনা বলেন, ‘এটা আমার ভীষণ পছন্দের একটি গান। যেদিন আমি প্রথম গানটি গেয়েছি সেদিন থেকে আমি চেয়েছি এই গানটি যেন ভালো একটা জায়গায় পৌঁছায়। অসম্ভব সুন্দর কথা ও সুরের ইনোসেন্ট প্রেমের একটি গান ‘মন বলছে তাই’।  আমার নিজের গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটা অন্যতম।’

বিজ্ঞাপন


আরও পড়ুন :

 

এম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |