শিশুদের সুরক্ষায় সিসিমপুর

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২০ মার্চ ২০২০ , ০৫:১৮ পিএম


শিশু সুরক্ষা সিসিমপুর

শিশুদের সুরক্ষায় সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু করেছে সিসিমপুর। বিনোদনের মাধ্যমে শিশুদের সচেতন করতে বেশ কয়েকটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। যাতে অভিনয় করেছে শিশুদের অতি প্রিয় ইকরি, শিকু, টুকটুকি, হালুম আর একঝাঁক শিশু। 

বিজ্ঞাপন

ইতোমধ্যেই টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনগুলো প্রচার শুরু হয়েছে। প্রচারণা চালানো হচ্ছে সিসিমপুরের নিজস্ব ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডিজিটাল বিলবোর্ডেও প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সিসিমপুর-এর নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সিসিমপুর বরাবরই শিশুদের সুস্থ বিকাশের লক্ষ্যে কাজ করে আসছে। শিশুদের জন্য একটি সুরক্ষিত স্বপ্নময় শৈশব উপহার দেয়াই সিসিমপুরের লক্ষ্য। বর্তমান এই বিশেষ পরিস্থিতিতেই শুধু নয়, শিশুদের সুরক্ষায় সবসময়ই কাজ করে সিসিমপুর।

বিজ্ঞাপন

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত সিসিমপুর ৩-৮ বছর বয়সী বাংলাদেশি শিশুদের জন্য একটি প্রাকশৈশব শিক্ষা কর্মসূচি যা শিশুদেরকে করে তুলছে আরো সম্পন্ন, সবল ও সদয়।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission