• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শাশুড়ির অনুরোধে ১৫ বছর পর ক্লাবের অনুষ্ঠানে মিথিলার নাচ (ভিডিও)

বিনোদন ডেস্ক

  ০৯ মে ২০২০, ০৯:১৪
শাশুড়ির অনুরোধ, রাফিয়াত রশিদ মিথিলা, নাচ
রাফিয়াত রশিদ মিথিলা। ছবি- সংগৃহীত।

করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে ঘরবন্দী জীবনকে সবাই উপভোগের চেষ্টা করছেন। চার দেয়ালের মাঝে সুখ তৈরি করে নিচ্ছেন। কেউবা নতুন কিছু শিখছেন কেউ আবার ফিরে যাচ্ছেন অতীতে। সৃষ্টিশীল কাজও করছেন কেউ কেউ।

তবে অভিনয় জগতের মানুষরাও বসে নেই। ঘরে বসে উপহার দিচ্ছেন ভিন্নধর্মী কাজ। ছোট ছোট ভিডিও নির্মাণের মাধ্যমেও মানুষকে সচেতন করছেন তারা। দিচ্ছেন বিনোদনও। তেমনই ‘দ্য ফরগটেন ওয়ান’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা।

তবে নতুন খবর হলো ১৫ বছর পর নাচলেন মিথিলা। শাশুড়ি মা অর্থাৎ পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মা সুমিতা সরকারের আহ্বানে নিজের বাড়িতে বসেই ভারচুয়াল রবীন্দ্রজয়ন্তী পালন করেছেন রাফিয়াত রশিদ মিথিলা। মিথিলা ২৫ বৈশাখের সকালে হয়ে উঠেছেন নৃত্যশিল্পী। 'মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো' গানের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যায় মিথিলাকে।

নাচের ভিডিও পোস্ট করে মিথিলা লিখেছেন, 'প্রায় ১৫ বছর পরে নাচলাম! আমার ভারত মাতা সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্রজয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন্যে। ১৫ বছর লম্বা সময়...আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে সবাই।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাচানাচি করার সময় গাড়ি থেকে পড়ে যুবকের মৃত্যু
একই মঞ্চে নাচবেন মেহজাবীন সাবা ও দীঘি
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
নাচোলে পুকুর খননে মিলল ৫ বিষ্ণমুর্তি
X
Fresh