ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শিশুর বড়শিতে উঠল মাছ, খেয়ে নিল কুমির (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ অক্টোবর ২০২১ , ১১:৪৫ পিএম


loading/img
ভিডিও'র স্ক্রিনশট

শিশুটির বয়স সাত বছরের মতো। সে তার বাবার সঙ্গে গিয়েছিল বড়শি দিয়ে মাছ ধরতে। মাছ একটি ধরতেও পেরেছিল। কিন্তু বিধিবাম! মাছটি ঘরে নিতে পারেনি সে। মাছটি ডাঙায় তুলতেই পানি থেকে একটি কুমির এসে মুখে পুরে নিয়ে ফের পানিতে চলে যায়। এ ঘটনার ভিডিও ধরা পরে ক্যামেরায়। আর ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন শিশুটির বাবা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, আমেরিকার ফ্লোরিডার পাম কোস্টে এ ঘটনা ঘটে। শিশুটির নাম ডসন। আর তার বাবা হলেন সিয়ান ম্যাকমোহন। আর তাদের সাথেই ঘটে এমন অদ্ভুদ ঘটনাটি।

ভিডিওতে দেখা যায়, ডসনের ছিপে একটি মাছ এসে আটকাতেই সে মাছটিতে তুলে আনার চেষ্টা করে। টেনে টেনে বেশ বড় মাছটি পাড়ে তুলে আনলো সে। ঠিক সে সময় একটি কুমির জল থেকে উঠে মুখে ঢুকিয়ে চলে যায় সেই মাছ। কুমির দেখেই ভয়ে ছিপ ফেলে পালায় ডসন। কুমিরটি ছিপসমেত মাছ নিয়ে নেমে যায় জলে। আর গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয় সিয়ানের ক্যামেরায়।

বিজ্ঞাপন

 

এনএইচ/টিআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |