ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

‘সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৩৯ এএম


loading/img

সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে লাশের সারি। এরই মধ্যে নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। এখনও ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেক মানুষ।চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে জীবিত কিংবা মৃত।

বিজ্ঞাপন

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়া।
সোমবার ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তুরস্কে ৫ হাজার ৬০৬টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে অনেকেই আশ্রয় নিয়েছেন ভূমিকম্পের কেন্দ্রস্থলের নিকটবর্তী শহর তুরস্কের গাজিয়ানটেপের একটি বিমানবন্দরে।

বার্তা সংস্থা এএফপি জানায়, তুর্কি রাজনীতিবিদ এবং কয়েকজন সেলিব্রিটিসহ প্রায় শতাধিক মানুষ বিমানবন্দরের একটি লাউঞ্জে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছিলেন। আর ভিআইপি লাউঞ্জে আটকে থাকাদের মধ্যে মুস্তাফা এহিয়ানসি ও একজন ২০ বছর বয়সী ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

মুস্তাফা এহিয়ানসি বলেন, ‘আমরা এখানেই খাচ্ছি এখানেই ঘুমাচ্ছি। এই এলাকায় বিদ্যুৎ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা থাকায় আমরা নিরাপদে আছি।আমি জানি না আমরা কখন এখান থেকে চলে যাব।

এএফপি জানায়, ভিআইপি লাউঞ্জ ডিরেক্টরের অফিসের ভিতরে শিশুদের সঙ্গে থাকা মায়েরা বলেন,‘আমরা ভবনগুলো ভেঙে পড়তে দেখেছি। তাই, আমরা ভাগ্যবান যে আমরা বেঁচে আছি।

জাহিদ সুতকু নামে একজন বলেন, তিনি অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে তার দুটি ছোট বাচ্চাকে নিয়ে বিমানবন্দরে আশ্রয় নেন।

বিজ্ঞাপন

তার প্রশ্ন ‘আমাদের জীবনে এখন অনেক অনিশ্চয়তা রয়েছে। আমি কীভাবে এই শিশুদের দেখাশোনা করব? সবকিছু হারিয়ে আমরা এখন নিঃস্ব।
সূত্র : আল জাজিরা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |