ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

মিশিগান বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০১:১৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসে বন্দুক হামলায় তিনজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ ছাড়া হামলা চালানোর কয়েক ঘণ্টা পরে বন্দুকধারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সময় সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ইউনিভার্সিটি পুলিশ কর্মকর্তা ক্রিস রোজম্যান সাংবাদিকদের জানান, দুটি জায়গায় গুলি চালানো হয়েছে। এরমধ্যে একটি হলো একাডেমিক ভবন বার্কি হল ও অপরটি হলো অ্যাথলেটিক ভবন আইএম ইস্ট। রাত ৮টার কিছু পরে ওই হামলা শুরু হয়। পরে খবর পেয়ে উভয় স্থান থেকেই হতাহতদের উদ্ধার করে পুলিশ।

রোজম্যান বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে তদন্তকারীদের কাছে কোনো তথ্য নেই। সোমবারের এই রক্তপাতের আগে ক্যাম্পাসে হামলার কোনো হুমকির বিষয়ে জানত না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তিনি বলেন, তিনজন নিহত হয়েছেন এবং পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোজম্যান বলেন, স্বয়ংক্রিয় বন্দুকের মাধ্যমে সহিংসতা শুরু করার প্রায় চার ঘণ্টা পর বন্দুকধারীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। ক্যাম্পাসে এখন আর কোনো হুমকি নেই।

এমএসইউ উচ্চশিক্ষার অন্যতম পাবলিক প্রতিষ্ঠান, এটির ইস্ট ল্যান্সিং ক্যাম্পাসে ৫০ হাজার শিক্ষার্থী রয়েছে। সোমবার রাতে ইউনিভার্সিটি পুলিশ জানায়, আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ক্লাস ও ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ রাখা হবে।

বিজ্ঞাপন

সূত্র : রয়টার্স

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |