• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ নভেম্বর ২০২৪, ১৫:৪২

সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেলস্টেশনের প্রবেশপথের ছাদ ধসে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত অন্তত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোভি সাদ শহরের ওই রেলস্টেশনটির ৩৫ মিটার দৈর্ঘ্যের ছাদটি ধসে পড়ে।

দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে কাজ শুরু করেছেন এবং এ কাজে বুলডোজার ব্যবহার করা হচ্ছে। প্রায় ৮০ জন উদ্ধারকর্মে কর্মরত আছেন, যারা ধ্বংসস্তূপ অপসারণ করছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক বলেছেন, এটি অত্যন্ত কঠিন একটি উদ্ধার অভিযান। অভিযান কয়েক ঘণ্টা স্থায়ী হবে। আমাদের বেশ কয়েকটি শহর থেকে প্রায় ৮০ জন উদ্ধারকারী কাজ করছে, সেখানে এবং তাদের সঙ্গে ভারী যন্ত্রপাতি রয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

আরটিভি/ডিসিএনই/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলের ওপর দিয়ে চলল ট্রেন, স্বপ্নের দুয়ার খুলল আজ 
রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ২১
রেলস্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ