• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

অভিশংসনের পর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত দ. কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:৫৭

অভিশংসিত হওয়ার কয়েক ঘণ্টা পর আনুষ্ঠানিকভাবে বরখাস্ত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার আদেশ জারি করা হয়েছে। খবর বিবিসির।

সামরিক আইন জারি করার কারণে শনিবার পার্লামেন্টের ভোটে ইউনকে অভিশংসিত করেন আইনপ্রণেতারা। ৩০০ সংসদ সদস্যের মধ্যে ২০৪ জনই প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দিয়েছেন ৮৫ জন।

তবে প্রেসিডেন্টকে দায়িত্ব থেকে বরখাস্ত করা ও রাষ্ট্র প্রধান হিসেবে তার যে ক্ষমতা ছিল তা কেড়ে নেওয়া সত্ত্বেও সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন ইউন।

রয়টার্সের খবরে বলা হয়, ইউনের প্রধান সাংবিধানিক ক্ষমতা অন্তর্বর্তীকালীন নেতা প্রধানমন্ত্রী হান ডাক-সুর কাছে হস্তান্তর করা হয়েছে।

ফলে দেশের কূটনৈতিক চুক্তি, কূটনৈতিক নিয়োগ এবং পররাষ্ট্র, প্রতিরক্ষা ও একত্রিকরণ বিষয়ক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গণভোটে দেওয়ার অধিকার এখন থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সংরক্ষণ করবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ পর্যন্ত অভিশংসনেই বিদায় দ. কোরিয়ার প্রেসিডেন্টের
ডিসি জসীমসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
গৃহবধূকে মারধরের অভিযোগ, কারারক্ষী শারমিন বরখাস্ত 
সামরিক আইন জারির জন্য ক্ষমা চাইলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট