ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ফ্রান্সের ঐতিহাসিক ক্যাথেড্রাল অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২০ , ০৫:২২ পিএম


loading/img
ফাইল ছবি

ফ্রান্সের একটি ঐতিহাসিক ক্যাথেড্রালে অগ্নিকাণ্ডের পর এ বিষয়ে তদন্ত শুরু করেছে কৃর্তৃপক্ষ। নান্তে শহরের অবস্থিত ওই ক্যাথেড্রালে শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর ১৫ শতকে তৈরি করা ক্যাথেড্রালটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

বিজ্ঞাপন

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে একজন সরকারি কৌঁসুলি পিয়েরে সেননেস বলেন, এই ঘটনা একটি অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করছেন তারা। তিনি বলেন, ক্যাথেড্রালে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ছবিতে দেখা যায়, ক্যাথেড্রাল থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। আর ভবনের ভেতর আগুন জ্বলছে। স্থানীয় বাসিন্দারা ও পর্যটকরা ভীতসন্ত্রস্ত হয়ে ক্যাথেড্রালটি পুড়তে দেখতে থাকে। এসময় জরুরি কর্মীরা সেন্ট পিটার অ্যান্ড সেন্ট পল ক্যাথেড্রালটি ঘিরে ফেলে। এই ক্যাথেড্রালটি ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার জন্য সুপরিচিত নান্তে শহরে অবস্থিত।

বিজ্ঞাপন

কয়েক ঘণ্টার চেষ্টা আগুন নেভাতে সক্ষম হয় কয়েক ডজন দমকলকর্মী। স্থানীয় দমকল বাহিনীর প্রধান ল্যরা ফারলে বলেছেন, ক্যাথেড্রালের ভেতরে গ্র্যান্ড অর্গানে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থলে এখনও শতাধিক দমকলকর্মী রয়েছে। আগুন যাতে পুরোপুরি আনা যায় সেটি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

এদিকে প্রাথমিকভাবে ধারণার চেয়েও কম ক্ষয়ক্ষতি হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। ফারলে বলেন, প্যারিসে নটরডেমের মতো এত ভয়াবহ ক্ষতি হয়নি। আগুন ছাদ স্পর্শ করেনি।

উল্লেখ্য, এর আগে ১৯৭২ সালে আরও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই ক্যাথেড্রালে। সে সময় এর ছাদ পুড়ে যায়। পরে একইভাবে নতুন করে মেরামত করতে ১৩ বছর সময় লাগে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |