• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo
তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর শপথগ্রহণ
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো চিলি
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।  স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। শুক্রবার (৩ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এর উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০৪ কিলোমিটার গভীরে।  প্রসঙ্গত, বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে চিলি অন্যতম। ১৯৬০ সালে দেশটির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯ দশমিক ৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।  এ ছাড়া গত বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চিলিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  আরটিভি/আইএম 
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, বাঁচতে পারেনি কেউ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮
ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রাজিলে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট
চীনা অর্থায়নে দক্ষিণ আমেরিকায় সমুদ্রবন্দর উদ্বোধন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার পেরুর চাঙ্কাই বন্দরের উদ্বোধন করেছেন। এটি দক্ষিণ আমেরিকায় চীনের অর্থায়নে তৈরি প্রথম সমুদ্রবন্দর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হিসেবে তৈরি এই বন্দরটি লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে বাণিজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং একে একবিংশ শতাব্দীর সামুদ্রিক সিল্ক রোড হিসেবে অভিহিত করেছেন। পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত চীনের সঙ্গে এই সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেছেন, এই প্রকল্প আমাদের অর্থনীতির উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতিফলন। শি জিনপিং পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের সঙ্গে লিমাতে বলেন, এটি পেরুর জন্য উল্লেখযোগ্য আয় এবং বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। শি স্থানীয় এল পেরুয়ানো পত্রিকায় প্রকাশিত একটি মতামত নিবন্ধে উল্লেখ করেছেন যে, এই প্রকল্পটি বছরে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় সৃষ্টি করবে এবং আট হাজারের বেশি কর্মসংস্থান তৈরি করবে। পেরু-চীন রুটের লজিস্টিক খরচ ২০ শতাংশ কমিয়ে দেবে।   বোলুয়ার্ত বন্দরের সুযোগকে স্বাগত জানিয়ে চীনের প্রশংসা করে বলেন, আমাদের অর্থনীতির উন্নয়নে চীন একটি বড় ভূমিকা পালন করছে। ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি চীনের বৃহৎ শিপিং কোম্পানি কস্কো দ্বারা পরিচালিত। ২০২৫ সালের মধ্যে চাঙ্কাই বন্দর বিশ্বের সবচেয়ে বড় কন্টেইনার জাহাজগুলোর হ্যান্ডলিং ক্ষমতা অর্জন করবে। এটি ব্রাজিলসহ প্রতিবেশী দেশগুলো থেকে সয়াবিন ও লোহার আকরিকের মতো গুরুত্বপূর্ণ পণ্য রপ্তানি সহজতর করবে। প্রথম জাহাজটি আগামী সপ্তাহে চাঙ্কাই বন্দর থেকে যাত্রা করবে, যা দক্ষিণ আমেরিকা এবং এশিয়ার বাণিজ্য রুটের খরচ ২০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেবে। এদিকে প্রকল্পটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে৷ স্থানীয় মৎস্যজীবী ও বাসিন্দারা পরিবেশগত ক্ষতি এবং ঐতিহ্যবাহী মাছ ধরার স্থান হারানোর অভিযোগ তুলেছেন। ৭৮ বছর বয়সি জেলে জুলিয়াস সিজার বলেন, আমাদের মাছ ধরার স্থানগুলো ধ্বংস হয়ে গেছে। আমি চীনাদের দোষ দিই না, বরং আমাদের সরকারই আমাদের সুরক্ষায় ব্যর্থ। এর আগে মার্কিন সেনা কমান্ডের সাবেক প্রধান জেনারেল লরা রিচার্ডসন সতর্ক করেছিলেন যে, চাঙ্কাই বন্দরটি চীনের নৌবাহিনীর গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ লাতিন আমেরিকা কূটনীতিক ব্রায়ান নিকোলস লিমায় সতর্ক করেছিলেন যে, চীনের বিনিয়োগ সম্পর্কে লাতিন আমেরিকার দেশগুলোর সতর্ক থাকা উচিত। চাঙ্কাই বন্দর দক্ষিণ আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং পেরুর মতো দেশগুলোর জন্য প্রধান বাণিজ্য অংশীদার হয়ে ওঠার উদাহরণ। চীনের রাষ্ট্রীয় গ্লোবাল টাইমস একটি সম্পাদকীয়তে লিখেছে যে, এই বন্দর চীন ও লাতিন আমেরিকার মধ্যে বাস্তব সহযোগিতার সেতু এবং এটি কোনোভাবেই ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার হাতিয়ার নয়। যুক্তরাষ্ট্রের সামরিক ব্যবহারের অভিযোগকে তারা মিথ্যা প্রচারণা বলে আখ্যায়িত করেছে। আরটিভি/এএইচ
আদালতের নির্দেশ না মানায় বন্ধ হতে পারে এক্স
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে আইনি প্রতিনিধির নাম জানাতে হবে এক্স-কে। সেই নির্দেশ মানে নাই প্রতিষ্ঠানটি। ব্রাজিলের আইন অনুসারে সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে, যিনি আইনগত বিষয় দেখবেন। সেই প্রতিনিধিকে আইনগত বিষয়গুলি জানানো হবে যাতে তিনি উপযুক্ত ব্যবস্থা নিতে পারেন। কিন্তু চলতি মাসে এক্স ব্রাজিলে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে দেয়। তারা জানায় সুপ্রিম কোর্টের বিচারপতি মোরায়েস ওই প্রতিনিধিকে গ্রেপ্তার করার হুমকি দিয়েছিলেন। বিচারপতি এক্স-কে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলেন নতুন প্রতিনিধির নাম জানাবার জন্য। তখনই বলে দেয়া হয়েছিল, নির্দেশ পালন না করলে এক্সকে বন্ধ করে দেয়া হবে। এক্স-এক বর্তমান মালিক ধনকুবের ইলন মাস্কের প্রতিক্রিয়া ছিল, বিচারপতি একজন স্বেচ্ছাচারী ও স্বৈরাচারীর মতো ব্যবহার করছেন। মোরায়েস হলেন বিচারপতির ছদ্মবেশে এক জঘন্য অপরাধী। বিচারপতি মিথ্যা ও বিকৃত তথ্য ছড়ানোর জন্য এক্স-এ কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারেন কিনা তা নিয়েই বিতর্ক দেখা দেয়। মাস্কের মতে, এই ধরনের নির্দেশ সেন্সরশিপ ছাড়া আর কিছুই নয়। যে সব অ্যাকাউন্ট ব্লক করতে বলা হয়েছিল, তার অধিকাংশই অতি-ডানপন্থি নেতা বলসোনারোর অনুগামীদের, তাদের মধ্যে অনেকে দাবি করেন, ২০২২-এর নির্বাচনে বলসোনারো হারেননি। মাস্ক এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বলেন, তিনি এক্স-এ আবার ওই অ্যাকাউন্ট চালু করবেন। তার অভিযোগ, বিচারপতি মতপ্রকাশের অধিকারে বাধা দিচ্ছেন। এরপরই বিচারপতি মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ নিয়ে মাস্কের বিরুদ্ধে তদন্ত শুরু করতে বলেন। এছাড়া মাস্ক যেভাবে বাধা দিচ্ছেন, তা নিয়েও আলাদা তদন্ত করার নির্দেশ দেন। বৃহস্পতিবার মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট অপারেটর স্টারলিংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতি। তিনি জানিয়ে দিয়েছেন, স্টারলিংক ব্রাজিলে কোনো আর্থিক লেনদেন করতে পারবে না। তাদের সম্পদ ফ্রিজ করার নির্দেশও তিনি দিয়েছেন। স্টারলিংক জানিয়েছে, তারা আইনি পথে হাঁটবে। এদিকে আইনি প্রতিনিধি নিয়োগের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এক্স একটা বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা মনে করছে, ব্রাজিলে তাদের পরিষেবা বন্ধ করে দেয়া হতে পারে। তারা জানিয়েছে, অন্যদের মতো আমরা গোপনে বেআইনি নির্দেশ মানব না। ব্রাজিল-সহ গোটা বিশ্বে এক্স মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য দায়বদ্ধ। ব্রাজিলে সামাজিক মাধ্যম এক্স যথেষ্ট জনপ্রিয়। রাজনীতিবিদরাও এক্সের মাধ্যমে অনেকসময় তাদের মতপ্রকাশ করেন।
মাদুরোকে বিজয়ী ঘোষণা করল ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট
ভেনিজুয়েলায় ২৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়৷ দেশটির নির্বাচন কমিশন সিএনই বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করেছিল৷ তবে সাইবার হামলার শিকার হওয়ার দাবি করে মাদুরো কত শতাংশ ভোট পেয়েছেন, তা প্রকাশ করেনি সিএনই৷ নির্বাচনী পর্যবেক্ষকদের অভিযোগ, ভোটের ফল যেন প্রকাশ করতে না হয় সেজন্য সাইবার হামলার অজুহাত দেখানো হয়েছে৷  তবে মাদুরোর দাবি, তিনি ৫২ শতাংশ ভোট পেয়েছেন৷ বিষয়টি খতিয়ে দেখতে তিনি এ মাসের শুরুতে আদালতকে অনুরোধ করেছিলেন বলে সিএনই জানিয়েছে৷ সেই অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এতে নির্বাচনে মাদুরো বিজয়ী হয়েছেন বলে ঘোষণা করা হয়৷ এছাড়া নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলা হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলেও জানায় সুপ্রিম কোর্ট৷ আদালতের এমন ঘোষণার পর মাদুরোর প্রতিপক্ষ ৭৪ বছর বয়সী গনসালেস উরুটিয়া আদালতের বিরুদ্ধে মাদুরোকে খুশি করার অভিযোগ তোলেন৷ নির্বাচনের দিন উরুটিয়ার সমর্থকেরা ভেনিজুয়েলার প্রায় ৩০ হাজার ভোটকেন্দ্রের মধ্যে প্রায় ৮০ ভাগ ভোটকেন্দ্রের ভোট গণনার কপি সংগ্রহ করতে সমর্থ হন৷ পরে সেগুলো অনলাইনে প্রকাশ করা হয়৷ এতে দেখা গেছে, উরুটিয়া দুই-তৃতীয়াংশ ভোট পেয়েছেন৷ তবে মাদুরোর দলের দাবি, কপিগুলো ভুয়া৷ জাতিসংঘের মানবাধিকার পরিষদ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে৷ আদালতের সিদ্ধান্ত প্রভাবিত করতে সরকারের পক্ষ থেকে বিচারকদের কাছে বার্তা পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেন জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্যানেলের প্রধান মার্টা ভ্যালিনাস৷ হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকা বিভাগের পরিচালক হুয়ানিতা গ্যোবের্তুসও সুপ্রিম কোর্টের ঘোষণার নিন্দা করেছেন৷ চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, সন্দেহ নেই আমরা এমন এক স্বৈরাচারের মুখোমুখি হয়েছি যিনি নির্বাচনে প্রতারণা করেন, যারা ভিন্নভাবে চিন্তা করে তাদের দমন করেন৷ উরুগুয়ে ও গুয়াতেমালার প্রেসিডেন্টও বৃহস্পতিবার ভেনিজুয়েলার সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সমালোচনা করেন৷ নির্বাচনে মাদুরোর জয়ের সমালোচনা করায় ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকার আটটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে৷ এদিকে, নির্বাচনের পর সংঘাতে ভেনিজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল৷ ১৯০ জনের বেশি মানুষ আহত হয়েছে৷ প্রায় দুই হাজার ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৬২ আরোহীর সবাই 
ব্রাজিলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দূর্ঘটনায় বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিমানের কোনো যাত্রীই বেঁচে নেই। বিমানটি কাসকাভেল থেকে উড়ান দিয়ে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয় ভয়েপাস এয়ারলাইনসের এ বিমানটি।  এদিকে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।  
মাদুরোর বিরোধীকে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি
বিরোধী দলের প্রার্থী এডমুন্ডো গনজালেসকে ভেনেজুয়েলার বিতর্কিত নির্বচনের জয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র৷ গত রোববারের এই নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করেছিল৷ মাদুরোর এ জয় প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, যথেষ্ট প্রমাণাদিতে যুক্তরাষ্ট্রের কাছে, বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে এটি পরিষ্কার যে, ২৮ জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গনজালেস বেশিরভাগ ভোট পেয়েছেন৷ ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো ২৮ জুলাইয়ের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বলে দাবি করছেন৷ নির্বাচনের পর দেশটির ইলেক্টোরাল কাউন্সিল নিকোলাস মাদুরো ৫১ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন এমন ঘোষণা দেয়৷ তবে বিরোধী দলগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানায়৷ বিতর্কিত এই নির্বাচনের পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে৷ বিরোধী দলের দাবি, শতকরা ৯০ ভোটের ফলাফল বলছে, এডমুন্ডো গনজালেস মাদুরোর চেয়ে দ্বিগুণ বেশি ভোট পেয়েছেন৷ নিজেদের দাবির পক্ষে একটি পাবলিক ওয়েবসাইটে ভোটের এই ফলাফলের বিস্তারিত প্রকাশ করে বিরোধীরা৷ অবশ্য সরকারের পক্ষ থেকে প্রতি প্রার্থীর জাতীয় ভোটের মোট ফলাফল প্রকাশ করা হয়েছিল৷ তবে ব্লিংকেনের বিবৃতিতে ওপেক রাষ্ট্র ভেনেজুয়েলার উপর নতুন কোনো নিষেধাজ্ঞার কথা বলা হয়নি, যদিও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্লিংকেন৷ এদিকে বৃহস্পতিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে ওয়াশিংটন বিতর্কিতএই নির্বাচনকে কেন্দ্র করে ভেনেজুয়েলার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে বলে জানানো হয়৷
প্রেসিডেন্ট নির্বাচনে মাদুরোর জয় ঘোষণায় বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সদ্যসমাপ্ত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জয় ঘোষণায় বিক্ষোভে ফেটে পড়েছে নাগরিকরা। নির্বাচনকে বিতর্কিত দাবি করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন দেশটির হাজারো মানুষ। এ সময় বিভিন্ন স্লোগান সহকারে প্রেসিডেন্টের বাসভবনের দিকে রওনা হন বিক্ষোভকারীরা। প্রথমে ফ্যালকন রাজ্যে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পূর্বসূরি হুগো শ্যাভেজের একটি মূর্তি বিক্ষোভকারীরা ভেঙে ফেলার পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো ভেনেজুয়েলা জুড়ে। খবর বিবিসির। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ের দাবি করেছেন। এর প্রতিবাদে হাজার হাজার ভেনেজুয়েলিয়ান তার প্রাসাদের উদ্দেশে রওনা হয়েছেন। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ‘স্বৈরশাসকের পতন চাই।’ প্রসঙ্গত, টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় দেশটির নিকোলাস মাদুরো। এ সময়ে দেশের অর্থনৈতিক সংকট ঘিরে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। দেশটির রাজধানী কারাকাসের অন্যতম দরিদ্র অংশ পেটারে এলাকায় বিক্ষোভকারীরা মাদুরোর বিরুদ্ধে স্লোগান দেন। সেসময় কিছু মুখোশধারী যুবক বর্তমান প্রেসিডেন্টের পোস্টার ছিঁড়ে ফেলেন। অনেকে স্লোগান দিতে থাকেন, ‘পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। এই সরকারের পতন হতে চলেছে।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার রাজধানীজুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ডের সদস্যরা টিয়ার গ্যাস ছোড়েন। এমনকি, মাদুরোপন্থি আধাসামরিক গোষ্ঠীগুলোও বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে বলে জানা গেছে। গত সোমবার (২৯ জুলাই) ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদ (সিএনই) আনুষ্ঠানিকভাবে মাদুরোর জয় নিশ্চিত করে। সিএনই ‍মূলত মাদুরোর অনুগতদের দ্বারা নিয়ন্ত্রিত। তাদের বিরুদ্ধে অভিযোগ, এবারের নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রের সবকটি থেকে ট্যালি প্রকাশ করা হয়নি। মূলত এর ফলেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে ও জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, তারা ভোট গণনার যে তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা গেছে যে অ্যাডমুন্ড গনজালেস মাদুরোকে পরাজিত করছেন। সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, তার জোট ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। একটি অনলাইন ডাটাবেজে এ তথ্য তালিকাভুক্তও করা হয়েছে।    
নির্বাচনে জালিয়াতির প্রতিবাদে ভেনেজুয়েলায় বিক্ষোভ, মৃত ১১
ভেনেজুয়েলা-জুড়ে প্রতিবাদ চলছে। প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে রাস্তায় নেমেছেন মানুষ। সংঘর্ষে মৃত ১১। মৃতদের মধ্যে দুইজন কিশোরও আছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সাতশ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধী দল ভোলানটাড পপুলার জানিয়েছে, তাদের জাতীয় আহ্বায়ক ফ্রেডি সুপারলানোকে আটক করা হয়েছে। ভেনটে ভেনেজুয়েলার প্রবীণ নেতা রিকার্ডো এস্তেভেজকেও আটক করা হয়েছে বলে তার দল জানিয়েছে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব জানিয়েছেন, অন্ততপক্ষে দুইজন নিরাপত্তারক্ষী মরা গেছেন। ৪৮ জন পুলিশ ও সেনা অফিসার আহত হয়েছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভ নিয়ে যা জানা গেছে ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল(সিএনই) রোববার ঘোষণা করে প্রেসিডেন্ট মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়ে জিতেোছেন। তিনি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। এরপরই বিক্ষোভ শুরু হয়ে যায়। বিরোধীদের দাবি, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালভেস উরুতিয়া যে জিতেছেন তার প্রমাণ তাদের কাছে আছে। ৭৩ শতাংশ ভোট যখন গণনা হয়েছিল, তখন বিরোধী প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে জিতছিলেন বলে তাদের দাবি। গঞ্জালভেস বলেছেন, আমাদের কাছে ভোটের যে রিপোর্ট আছে, তা দেখাচ্ছে যে আমিই জিতেছি। এরপর বিরোধী সমর্থক ও সদস্যরা রাস্তায় নেমে আসেন। কিছু বিরোধী কর্মী রাস্তা অবরোধ করেন। পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও জমায়েত হন। পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে চায়। মাদুরোর পূর্বসূরি ও তার মেন্টর হুগোর একটি মূর্তি ভেঙে রাস্তায় নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়া হয়। একজন বিক্ষোভকারী বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ''আমরা পরিবর্তন চাই। এই সরকারকে নিয়ে আমরা পরিশ্রান্ত। আমরা স্বাধীন ভেনেজুয়েলা চাই। আমরা চাই, আমাদের পরিবার এখানে ফিরে আসুক। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার এক তৃতীয়াংশ মানুষ দেশের বাইরে চলে গেছেন। বিক্ষোভকারী সেই প্রসঙ্গই তুলেছেন।'' আরেকজন বিক্ষোভকারী জানিয়েছেন, আমরা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করব। আমাদের কাছ থেকে ভোট চুরি করা হয়েছে। সংবাদপত্রের রিপোর্ট বলছে, পুলিশ ও আধা সামরিক বাহিনী কড়া হাতে বিক্ষোভের মোকাবিলা করার চেষ্টা করেছে। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, আমরা এই চিত্রনাট্য আগেও দেখেছি। নিরাপত্তা বাহিনী শান্তিরক্ষা করবে। অতি-বামেরা যে সহিংসতা করছে তার ওপর নজর রাখা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন,স্বৈরাচারী ও অতি-বামেরা বিদ্রোহ করতে চাইছে। তা সফল হবে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া অনেক দেশই ভেনেজুয়েলাকে বলেছে, তারা যেন ভোটাভুটির পুরো বিবরণ প্রকাশ করে। কে কত ভোট পেয়েছেন তা জানায়। অ্যামেরিকা জানিয়েছে, পুরো প্রক্রিয়াটা অস্বচ্ছ। তাই ভেনেজুয়েলার উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হবে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, নির্বাচনের বিস্তারিত ফলাফল প্রকাশ করতে হবে। পেরু ঘোষণা করেছে, তারা গঞ্জালভেসকেই ভেনেজুয়েলার ন্যায্য প্রেসিডেন্ট বলে মনে করে। কোস্টারিকা বিরোধী নেতাদের রাজনৈতিক আশ্রয় দিতে চেয়েছে। পানামা ভেনেজুয়েলার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভেনেজুয়েলাও সাতটি ল্যাটিন অ্যামেরিকার দেশ থেকে কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে।