• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রের ঝাল ও মসলাযুক্ত রেসিপি শ্রিম্প ক্রেওল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:১৮
যুক্তরাষ্ট্রের ঝাল ও মসলাযুক্ত রেসিপি শ্রিম্প ক্রেওল
ঝাল ও মসলাযুক্ত খাবার শ্রিম্প ক্রেওল

যদি ঝাল ও মসলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন তবে আজকের লেখাটি আপনার জন্য। পৃথিবীর বিভিন্ন বিখ্যাত খাদ্য প্রণালীর মধ্যে যেরকম মিষ্টান্ন খাবার রয়েছে, তেমনি রয়েছে হরেক রকমের ঝাল ও মসলাযুক্ত সুস্বাদু খাবার।

আজকের আয়োজনে পৃথিবীর বিখ্যাত কিছু ঝাল ও মসলাযুক্ত একটি খাবার রেসিপি শ্রিম্প ক্রেওল কীভাবে তৈরি করে দেখে নিন।

শ্রিম্প ক্রেওল

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় ঝাল ও মসলাযুক্ত খাবারের নাম শ্রিম্প ক্রেওল। বাগদা-চিংড়ি, পেঁয়াজ, মরিচের সস, সাদা সিদ্ধ চাল ও বিভিন্ন মসলা দিয়ে এই খাবার রান্না করা হয়। প্রধানত শ্রিম্প ক্রেওল এসব উপকরণ দিয়ে রান্না করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় সকল স্থানেই এই খাবারটি ব্যাপক জনপ্রিয়। এছাড়াও আরও বিভিন্ন স্বাদের শ্রিম্প ক্রেওল পাওয়া যায়। যেমন লাল মরিচের সসের বদলে কাঁচামরিচ ও চিংড়ির সাথে মুরগির মাংস মিশিয়ে শ্রিম্প ক্রেওল রান্না করা হয়।

যুক্তরাষ্ট্র ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে শ্রিম্প ক্রেওল বেশ জনপ্রিয় একটি খাবার। মসলা ও ঝাল খাবার হিসেবে সারা পৃথিবীতেই এই খাবারের বেশ জনপ্রিয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে এই খাবার পাওয়া যায়। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এই খাবারের আয়োজন করা হয়। সূত্র: ইউএসএট্রাভেল

এস/এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরান ঢাকার তেহারি রেসিপি
শীতের সবজিতে মাছ-সরষে দিয়ে নিত্যনতুন রেসিপি
ফুলকপির ৩ স্ন্যাকস, রইল রেসিপি
সর-মালাই পোলাও তৈরির রেসিপি