• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শাহী ফিরনি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ১৪:৪৩
শাহী ফিরনি
শাহী ফিরনি

সহজ রান্নাগুলোর মধ্যে ফিরনি একটি। তাছাড়া এটি সবারই পছন্দের এটি ডিশ। যেকোনো আয়োজনে মিষ্টি আইটেম হিসেবে বেশ মানায় এই ডিশটি।

তাহলে চলুন দেখে নিই কিভাবে শাহী ফিরনি বানাতে হয়!

যা যা লাগবে
পোলাওয়ের চাল ১ কাপ, কিশমিশ ২ টেবিল-চামচ, দুধ ২ লিটার, পেস্তা বাদামের কুচি ২ টেবিল-চামচ, কনডেন্সড মিল্ক ১টি, মাওয়া গুঁড়া ৪ টেবিল-চামচ, দারচিনি ৪ টুকরা, চিনি আধা কাপ এলাচ ২টি,জাফরান আধা চা-চামচ। কেওড়া ১ টেবিল-চামচ।

যেভাবে তৈরি করতে হবে
পোলাওয়ের চাল ১ ঘণ্টা ভিজিয়ে রেখে আধা বাটা করে দুধ দিয়ে জ্বাল দিতে হবে। চাল সেদ্ধ হলে চিনি, কনডেন্সড মিল্ক, দারচিনি, এলাচ দিতে হবে। কিছুক্ষণ পর কিছুটা কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিতে হবে। ঘন হয়ে গেলে কেওড়া জাফরানের সঙ্গে মিলিয়ে ফিরনিতে দিয়ে নামাতে হবে। পরিবেশন পাত্রে ঢেলে মাওয়া, কিশমিশ, পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে ঠাণ্ডা করে শাহি ফিরনি পরিবেশন করতে হবে।

এস/সি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • লাইফস্টাইল এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রান্নাঘর তো নয় যেন ক্লাব, নাচের তালে চলছে রান্না-বান্না
রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মা-ছেলে দগ্ধ
পুরান ঢাকার তেহারি রেসিপি
কাঁচা নাকি রান্না, পেঁয়াজ যেভাবে খেলে পাবেন উপকার