ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত : পুলিশ অ্যাসোসিয়েশন

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ , ০৭:৪৭ পিএম


loading/img

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশকে জড়িয়ে ‌জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির ‌‌‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংগঠনটির সভাপতি এসবিপ্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এর আগে, গত সোমবার রাজধানীর গুলশানে আয়োজিত এক সভায় জাপানি রাষ্ট্রদূত বলেন, আমি শুনেছি, (গত নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।

বিজ্ঞাপন

জাপানি রাষ্ট্রদূতের ওই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে বলা হয়, গত ১৪ নভেম্বর গুলশানে এক অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রশ্নোত্তরে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি পুলিশের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত। তার মন্তব্যে পুলিশের প্রত্যেক সদস্য অত্যন্ত বিব্রত ও মর্মাহত হয়েছেন। গত নির্বাচনে পুলিশের ভূমিকা সম্পর্কে তথ্য-উপাত্তবিহীন ও যাচাই-বাছাই ছাড়া জাপানি রাষ্ট্রদূতের মতো দায়িত্বশীল ব্যক্তির এমন মন্তব্য বাংলাদেশ পুলিশসহ দেশবাসীকে হতবাক করেছে। বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা দেয়। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া বা ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের ভোট দেওয়ার ব্যাপারে পুলিশের কোনো ভূমিকা বা কার্যক্রম নেই। পুলিশের মতো একটি পেশাদার বাহিনী সম্পর্কে জাপানি রাষ্ট্রদূতের এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত।

এতে আরও বলা হয়, জাপানের সঙ্গে বাংলাদেশের সুগভীর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশ সম্পর্কে জাপানি রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে হতাশ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার বক্তব্যের উল্লিখিত অংশ প্রত্যাহারের জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি পুলিশ সম্পর্কে ভবিষ্যতে এমন মন্তব্য করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |