‘তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি...সাদা সাদা কালা কালা’ গ্রাম থেকে শহরে সবার মুখে ছড়িয়ে পড়েছিলো গানটি। নেট দুনিয়ায়ও নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়ায় ‘হাওয়া’র এই গান। কয়েক মাস কেটে গেলেও গানটি শ্রোতাহৃদয় থেকে হারিয়ে যায়নি। সদ্য বিদায়ী জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকির কণ্ঠেও শোনা গেল গানটি।
সম্প্রতি বাংলাদেশ থেকে বিদায় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি গেয়ে শোনান ইতো নাওকি। তার সঙ্গে কণ্ঠ মেলান মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম।
এদিকে ইতো নাওকির কণ্ঠে এমন ভাঙা ভাঙা বাংলা ভাষায় গানটি শুনে মুগ্ধতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। সোশ্যাল মিডিয়াতেও তার কণ্ঠের গানটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার গায়কীর প্রশংসা করছেন।