বাংলাদেশ বিমানবাহিনীর ১২১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিমানবাহিনীর ঘাঁটি বাশারস্থ কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) আয়োজিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন।
১৩ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৯ জন, নাইজেরিয়ান বিমান বাহিনীর তিন জন, তানজানিয়া বিমান বাহিনীর দুইজন, ভারতীয় বিমান বাহিনী, পাকিস্তান বিমানবাহিনী, শ্রীলঙ্কা বিমানবাহিনী, এবং সুদানি বিমানবাহিনীর একজন করে কর্মকর্তা অংশগ্রহণ করেন।