আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ের দিন গজারি হাতে অবস্থান নেবেন ঢাকা বাস মালিক-শ্রমিকরা।
মঙ্গলবার বাস-মালিক সমিতির অফিসে এক যৌথ সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এমন হুঁশিয়ারি দেন।
খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রাজধানীর চারটি (গুলিস্তান, মহাখালী, ফুলবাড়িয়া ও সায়েদাবাদ) বাস টার্মিনালে ১৫ হাজার মালিক-শ্রমিক গজারি নিয়ে অবস্থান নেবেন নাশকতা মোকাবেলা করার জন্য। মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি নেতাদের হুমকি জন্যই আমাদের এমন সিদ্ধান্ত।
তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি আমরা রাজধানীতে বাস চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এরইমধ্যে আমরা পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েছি। তারা আমাদের সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তারপরও যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তবে আমরাতো রাস্তায় বাস নামিয়ে ক্ষতি করতে পারবো না। আমরা মিরপুর, উত্তরাসহ বিভিন্ন স্থানে বাস রাখবো।
এদিকে মঙ্গলবার দুপুরের ওই যৌথসভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবহন মালিক সমিতি জানায়, রায়ের পর যদি বিএনপি হরতাল দেয় তবে মহানগরীতে বাস চলবে। আর দূরপাল্লার পরিবহনগুলো যাত্রী পাওয়া সাপেক্ষে ছেড়ে যাবে।
আরও পড়ুন:
- ‘৮ ফেব্রুয়ারি পুলিশের সহযোগী হিসেবে মাঠে থাকবে আ.লীগ’
- ‘ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার নেমে গেছে’
এসএস