ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সত্য সংবাদ আমার বিরুদ্ধে গেলেও কিছু মনে করব না: বাবুনগরী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ , ০১:০৬ পিএম


loading/img
আরটিভি নিউজ

সাংবাদিকরা হলেন জাতির সম্পদ। দেশের যেকোনো পরিস্থিতিতে তাদের কাছ থেকে সত্য সংবাদ পাওয়ার জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সঠিক সংবাদ পরিবেশন করা দেশপ্রেমিক সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। বললেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী

বিজ্ঞাপন

গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হেফাজত আমীর বলেন, সাংবাদিকদের সঠিক ও সত্য সংবাদ যদি আমার বিরুদ্ধেও হয় তাতে আমি কিছু মনে করব না। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আমরা দেশকে ভালবাসি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করাও আমদের ঈমানি দায়িত্ব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকলেই আমাদের সবকিছু থাকবে।

বিজ্ঞাপন

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ নাজিব, ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী।

পরে হেফাজত আমীর আগামী শুক্রবার হাটহাজারী মাদরাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণের জন্য দেশবাসীকে  আহ্বান জানান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |