ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

সোহরাওয়ার্দী উদ্যানেও সমাবেশ করতে পারবে না জামায়াত

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ , ০৬:১৩ পিএম


loading/img

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (৪ আগস্ট) সমাবেশ করতে জামায়াতে ইসলামীকে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন

এর আগে, গত ১ আগস্ট রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। কিন্তু অনুমতি না পাওয়ায় ৪ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। এখন সেখানেও তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি ডিএমপি।

দীর্ঘ এক দশক পর গত ১০ জুন ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে জামায়াত। তাদের সমাবেশ করার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা হয়। পরে সিলেট ও চট্টগ্রামে সমাবেশ করতে চাইলেও অনুমতি পায়নি দলটি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |