আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এ সময় পিরোজপুরের ৩টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান প্রতীক বরাদ্দের এই ঘোষণা দেন।
প্রতীক গ্রহণের পরে আনোয়ার হোসেন মঞ্জু নৌকা পিরোজপুর জেলা সদর, স্বরূপকাঠি, ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা থেকে আগত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং জাতীয় পার্টি-জেপি’র নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগের দিন রোববার পিরোজপুর-২-এর রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য চিঠি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের আর্টিকেল-১৬(২) এবং ১৬(৩) প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাসের পরিবর্তে আনোয়ার হোসেনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
তাই আনোয়ার হোসেনকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
প্রতীক হস্তান্তের সময় আওয়ামী লীগের পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাসসহ জেলা প্রশাসকের দপ্তরে পিরোজপুর-২ আসনের কাউখালী, ভাণ্ডারিয়া এবং নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার আওয়ামী লীগ ও জেপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজী রুহিয়া বেগম হাসি, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস সহিদ, নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সহিদ আহসান, নেছারাবাদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনি দত্ত জয় প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, জেপি নেতা রেজা আহম্মেদ দুলাল, জামাল উদ্দিন লিটন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুনীল কুণ্ডু, কাউখালী উপজেলা জেপি’র ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমীন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাহফুজ পায়েল, উপজেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি নেতা হেমায়েত উদ্দিন তালুকদার, ইন্দুরকানী উপজেলা জেপি’র সভাপতি ও পত্তাশী চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার, ইন্দুরকানী উপজেলা জেপি’র সহসভাপতি কাউছার আহম্মেদ দুলাল, ইন্দুরকানী উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রানা প্রমুখ।
প্রসঙ্গত, আনোয়ার হোসেন মঞ্জু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দল জেপির প্রতীক সাইকেল নিয়ে ভোটের মাঠে লড়লেও এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।