ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আচরণবিধি লঙ্ঘন, ২ প্রার্থীর সমর্থককে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ , ০৫:৫১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সকাল থেকে মাইক ও সাউন্ড বক্সে উচ্চশব্দে প্রচারণা চালানোয় এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক রাসেল (৩৫) ও স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক রমজান মোল্লা (৩২)।

বিজ্ঞাপন

গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম রাশেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সকাল থেকে মাইক ও সাউন্ড বক্সে উচ্চশব্দে প্রচারণা চালানো এবং মুখোমুখি অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |