সরকার নিজের কর্তৃত্ব নিশ্চিত না করে নির্বাচন দিলে বিপজ্জনক হবে: মঞ্জু

আরটিভি নিউজ 

শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৬:৩৮ পিএম


সরকার নিজের কর্তৃত্ব নিশ্চিত না করে নির্বাচন দিলে বিপজ্জনক হবে: মঞ্জু
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও তাদের কর্তৃত্ব এখনো সুস্পষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এ অবস্থায় যেকোনো নির্বাচন বিপজ্জনক হবে বলে অভিমত তার।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা আপনাদের কর্তৃত্ব নিশ্চিত না করে যদি নির্বাচনের দিকে যান, তা অত্যন্ত খারাপ হতে পারে আমাদের জন্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে এসব কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান।

বিজ্ঞাপন

মুজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক জায়গা থেকে আশ্বাস পেয়েছেন। আমরা যদি সেই সহযোগিতা পাই তাহলে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জাতিসংঘ যে সহযোগিতার কথা বলেছে, সেটি আমাদের জন্য বিরাট মাইলফলক। কিন্তু বিদেশিরা বলেছেন, আমরা তোমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারব কিন্তু তোমাদের যে সংস্কার সেটি আমরা করতে পারব না। তাই তিনি বলেছেন, এই সংস্কারের জন্য সবার সহযোগিতা দরকার।

তিনি বলেন, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি প্রথম যেদিন আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন আমরা বলেছিলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য ঐক্যের ভিত্তিতে টিম তৈরি করে দেন। কিন্তু আপনি সেটা করেননি, দেরি করে করেছেন। 

এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমরা আরেকটা বিষয় বলেছি, এই সরকারের সঠিক কর্তৃত্ব এখনো প্রতিষ্ঠা হয়নি। ফলে এমন ভঙ্গুর অবস্থা নিয়ে কীভাবে নির্বাচন করবেন? আমরা স্পষ্টভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে করেন। কিন্তু আপনার প্রশাসনিক কর্তৃত্বটা লাগবেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি তাদের বলেছি আপনাদের একজন উপদেষ্টা ছদ্মবেশে রাস্তায় বের হন। ছিনতাইকারীর কবলে পড়লে পুলিশের পক্ষ থেকে কী সহযোগিতা পাওয়া যায়, সেটা আপনারা দেখেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মজিবুর রহমান মঞ্জু বলেন, জাতীয় ঐকমত্য সৃষ্টির জন্য আপনাদের উচিত ছিল ভূমিকা নেওয়া। কিন্তু আপনারা সেটা নেননি। গত ১৫-১৬ বছরে আমরা কী সংগ্রাম-আন্দোলন করেছি সেটা যদি আপনারা নাও মানেন কিন্তু জুলাই-আগস্ট মাসে বিএনপির নজরুল ইসলাম খান অ্যারেস্ট হয়েছিলেন, জামাতের আব্দুল তাহের অ্যারেস্ট হয়েছিলেন, গণসংহতির জুনায়েদ সাকি আহত হয়েছিলেন, আমরা গুলি খেয়েছি জেলে গেছি। কিন্তু কই আপনাদের কোনো আলোচনায় এই যে যারা জেলে গিয়েছে, আহত হয়েছে তাদের কোনো কিছু ঠাঁই পায় না। তা হলে আপনারা কীভাবে জাতীয় কর্ম তৈরি করছেন? রাজনৈতিক দলের সহযোগিতা কীভাবে চাচ্ছেন? 

তিনি বলেন, সবশেষে আমি বলেছি আপনারা আমাদের কথাগুলো শুনেন। কিন্তু কতটুকু আমলে নেন, সেটা আমরা বুঝতে পারি না। সুতরাং আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথাগুলো গুরুত্ব দেবে।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission