শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, প্রতিবাদে মানববন্ধন
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন হয়েছে। সোমবার নওগাঁ জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নওগাঁ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে, যারা রাজাকার আলবদরদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার চেষ্টা করছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
মানববন্ধনটি নওগাঁ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শহরের সরিষাহাটি অতিক্রম করে মুক্তির মোড় পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় নওগাঁ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ অংশ নেন।
আরো পড়ুন
জেবি/পি
মন্তব্য করুন