• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

কাদামাটিতে লুটোপুটি, মাটির তৈরি মঞ্চে যেভাবে চলে রেসলিং

কানিজ ফাতেমা শিমু

  ০৫ জানুয়ারি ২০২৫, ১৩:০৪

চারদিকে বাঁশের ঘের, মাঝখানে মাটির মঞ্চ। এর মাঝেই কাদা মাখিয়ে চলছে লড়াই। প্রতিযোগীরা কোলে তুলে নিয়ে ছুড়ে ফেলছেন প্রতিপক্ষকে। চারদিকে দর্শকদের উল্লাস আর চিৎকার। ভাবছেন এ আবার কেমন খেলা? উগান্ডার মুকোনো শহরে সম্প্রতি জনপ্রিয় হয়ে উঠেছে এই মাটির রেসলিং, যা স্থানীয়ভাবে পরিচিত "সফট গ্রাউন্ড রেসলিং" নামে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেনো মাটিতে গড়াগড়ি করে হচ্ছে এইখেলা?

কিন্তু এর পেছনে লুকিয়ে আছে একজন মানুষের সংগ্রামের গল্প। ড্যানিয়েল বুম্বাশ, যিনি এই খেলার আয়োজন করেন, ছোটবেলা থেকেই তিনি পেশাদার কুস্তিগীর হওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু অর্থের অভাব আর দেশে কুস্তির সুযোগ না থাকায় তার সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই তিনি নিজের মতো করে কুস্তির মঞ্চ তৈরি করেছেন কাদামাটির মঞ্চ।

ড্যানিয়েল বলেন, আমি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলাম, যেখানে মানুষ কুস্তি শিখতে পারবে এবং আমার মতো স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু এই মাটির কুস্তি শুধু একটি খেলা নয়। কারণ এই কাদামাটির মঞ্চকে পেশাদার কুস্তিগীররাও ভিন্নধর্মী বলে মনে করেন।

ড্যানিয়েলের মতে, বিভিন্ন দেশের পেশাদার কুস্তিগীররা এখানে আসেন মাটির মঞ্চের কুস্তি খেলার অভিজ্ঞতা নিতে। তারা আগে কখনো এমন সফট মাটির মঞ্চে লড়াই করেনি।

ড্যানিয়েলের স্বপ্ন, একদিন উগান্ডা আন্তর্জাতিক কুস্তির মানচিত্রে জায়গা করে নিবে। যেভাবে ফুটবলে নাইজেরিয়া আর ঘানা পরিচিত, তেমনি কুস্তিতে উগান্ডাও পরিচিত হবে। তবে এই খেলাটি আয়োজন করা সহজ নয়। অনেক প্রতিযোগী এমনকি চাকরি হারিয়েছেন কুস্তি চালিয়ে যাওয়ার জন্য।

এক প্রতিযোগী জানান, আমার অফিস থেকে পাঁচদিন কাজ চেয়েছিল, কিন্তু আমি সপ্তাহে তিনদিন অনুশীলন করতে চেয়েছিলাম। তারা সেটা মেনে নেয়নি। আমি চাকরি ছাড়লাম, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করছি। মাটির কুস্তির শিকড় বহু প্রাচীন। এটি একসময় সামাজিক বিনোদনের অংশ ছিল। কিন্তু আজ তা কেবল বিনোদন নয়, উগান্ডার তরুণদের স্বপ্ন পূরণের মঞ্চ হয়ে উঠেছে। আর এই মাটির কুস্তি একদিন উগান্ডাকে কুস্তির বৈশ্বিক কেন্দ্র হিসেবে পরিচিত করবে এটাই বিশ্বাস ড্যানিয়েলের।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিশেষ প্রতিবেদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
দশজন নিয়েই আবাহনীকে উড়িয়ে দিলো মোহামেডান
নতুন বছরে যে পাঁচটি চ্যালেঞ্জ মেসির সামনে