ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরিজের শেষ ম্যাচে জিতে ফের শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২০ , ০৮:৩০ এএম


loading/img
অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে

টি-টোয়েন্টির শেষ ম্যাচ অস্ট্রেলিয়া ৫ উইকেটে জিতলেও শেষ হাসিটা হাসলো ইংল্যান্ড। যদিও অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে। তখনই ইংল্যান্ডের সিরিজ জয়ের বিষয়টি নিশ্চিত হয়ে যায়। তার ওপর মঙ্গলবার সাউদাম্পটনে ম্যাচটি হারলেই যে শীর্ষস্থান হারাতো অস্ট্রেলিয়া, সেই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছে ম্যাচটি জিতে।

বিজ্ঞাপন

সিরিজের দ্বিতীয় ম্যাচে হারার পরেই টি টোয়েন্টি ক্রম তালিকায় দু’নম্বরে নেমে গিয়েছিল অজিরা৷ কিন্তু সাউদাম্পটনে মঙ্গলবার রাতে সিরিজের শেষ ম্যাচ জিতে ফের নিজেদের পুরনো স্থান ফিরে পেল অস্ট্রেলিয়া৷

করোনার পর এই সিরিজের মধ্য দিয়ে প্রথম মাঠে নামে অস্ট্রেলিয়া। প্রথম সিরিজেই হার। অথচ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে সর্বশেষ ১০টি টি-টোয়েন্টির নয়টিতেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৫ রানের মাঝারি মানের পুঁজি গড়ে, স্বাগতিক ইংল্যান্ড। দলের পক্ষে জনি বেয়ারস্টো ৫৫, মঈন আলী ২৩, মালান ২১ ও ডেনলি অপরাজিত ২৯ ছাড়া আর ভালো স্কোর গড়তে পারেননি বাকি ব্যাটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয়, অস্ট্রেলিয়া।

অজিদের পক্ষে মার্শ ৩৯ ও অ্যাগার ১৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া ফিঞ্চ ৩৯, স্টোইনিস ২৬ ও ওয়েড করেন ১৪ রান।

আরও পড়ুন 

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |