দেশের ফুটবলের জন্য দারুণ খবর নিঃসন্দেহে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলতে যাচ্ছেন কলকাতা মোহামেডানে। সাইফ স্পোর্টিং ছেড়ে কলকাতা মোহামেডানের হয়ে খেলতে তিনি।
ভারতের ঐতিহ্যবাহী ক্লাবটিতে পাঁচ মাসের জন্য খেলবেন জামাল। আগামী বছরের ২১ এপ্রিল থেকে আবারও খেলবেন সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের কাছে জামাল বলেন, ‘সাইফের সঙ্গে আমার চুক্তি শেষ হয়েছে। কিন্তু সাইফ আমাকে ছাড়তে চায়নি। তো আমাদের মধ্যে যে বোঝাপড়া হয়েছে তা হলো, আমি কলকাতা মোহামেডানে পাঁচ মাস খেলব। তারপর এপ্রিলে আমি আবার সাইফে যোগ দিব। এটা পারস্পরিক সমঝোতার ফল। কিন্তু দুই-তিন দিন সময় লেগেছে। কারণ, সবাইকেই সম্মত হতে হয়েছে।’
চলতি বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে কলকাতা মোহামেডানে খেলতে যাচ্ছেন জামাল ভূঁইয়া। অক্টোবরের শেষ সপ্তায়ও জামালকে এনিয়ে জিজ্ঞেস করা হলেও সংবাদ সম্মেলনে এড়িয়ে যান তিনি।
ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ঘরোয়া আসর আই লিগে দীর্ঘ সাত বছর পর উঠেছে কলকাতা মোহামেডান। তাই স্বাভাবিক ভাবেই দলটির চোখ শিরোপায়।
কলকাতা মোহামেডানে যোগ দেয়া প্রসঙ্গে দলটির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরামের সঙ্গে কথা হয় জামালের। সংবাদ সম্মেলনে সেসবও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক।
‘ওয়াসিম ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, মোহামেডানে খেলবে কিনা? তখন আমার প্রথম প্রশ্ন ছিল, দল কেমন হবে? চ্যাম্পিয়ন হওয়ার মতো? মাঝারি মানের নাকি নিচু সারির? তিনি জবাবে জানান, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। আমি তখন বলি, ঠিক আছে। আমারও প্রত্যাশা একই। এরপর তিনি বললেন, আমরা সেরা খেলোয়াড়দের দলে চাই। তোমাকে অনেক দিন থেকে আমরা লক্ষ করছি। তো আমাকে তারা চাচ্ছে।’
জামাল ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘তোমরা তৈরি তো? আমি আসছি।’
এমআর/