প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে ফুটবল টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। চার জাতির এই টুর্নামেন্টে শুরুর আগে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে লাল-সবুজদের পূর্ণাঙ্গ স্কোয়াড।
শনিবার (৬ নভেম্বর) কলোম্বোতে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জিম ও সুইমিং সেশন করেছে জামাল ভূঁইয়ারা।
বিকেল সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অনুশীলন সম্পন্ন করে মারিও লামোসের শিষ্যরা।
এদিনই প্রথম স্কোয়াডে থাকা ২৩ জনকে নিয়ে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাত জন। বাকিরা অন্তর্বর্তীকালীন কোচ লামোসের অধীনে ঢাকায় নিজেকে প্রস্তুত করেছেন।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশসহ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও সেশেলস অংশ নিচ্ছে। সোমবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় আফ্রিকার দেশ সেশেলসের বিপক্ষের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করছে বেঙ্গল টাইগাররা।
শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে কলোম্বোয় পৌঁছায় জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে জানানো হয়, সবার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে।
ওয়াই/এসকে