৪৯তম বিজয় দিবসে বাংলাদেশ সাপোর্টার্স অব বাংলাদেশ ফুটবল (এসবিএফ) আয়োজন করে চার প্রয়াত ফুটবলারের স্মরণে টুর্নামেন্ট। বুধবার বিকেলে লাল ও সবুজ দলের ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন টার্ফে আয়োজন করা হয়েছিল এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের নাম রাখা হয় লিজেন্ডস মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল চলতি বছর প্রয়াত হওয়া চার কিংবদন্তী ফুটবলার নওশেরুজ্জামান, বাদল রায়, গোলাম্ রাব্বানী হেলাল ও নুরুল হক মানিকের নামে চারটি দল। প্রয়াতদের স্মরণে টুর্নামেন্ট শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।
টুর্নামেন্টের ফাইনালে টিম বাদল রায়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম নওশেরুজ্জামান। ফাইনালে টিম নওশেরুজ্জামান টিম বাদল রায়কে হারায় ৪-০ গোলে।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক, সাবেক কৃতী ফুটবলার কায়সার হামিদ, এসবিএফের সভাপতি ফরহাদ হোসেন, সেক্রেটারি সম্রাট মহিম, সিনিয়র সহসভাপতি বাবলু, সহসভাপতি আইমান আন্দালিব, কামরুল,অয়ন, মাকসুদসহ এসবিএফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এমআর/