ইংলিশ অধিনায়ক জো রুটের চোখে সবচেয়ে কার্যকরী বোলার কে হতে পারে? তার দিনে তো যে কাউকেই কচুকাটা করার সক্ষমতা আছে রুটের। এরপরও তো কারো না কারো কাছে তার দুর্বলতা আছে ঠিকই।
সম্প্রতি ইএসপিএন-ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ৩০ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান জানিয়েছেন তার চোখে দেখা সবচেয়ে কার্যকরী এবং চ্যালেঞ্জিং বোলার পাকিস্তানের সাইদ আজমল। পাকিস্তানি এই স্পিনার ছাড়াও আছেন অস্ট্রেলিয়ান পেসার রায়ান হ্যারিস।
‘সাইদ আজমলের সেরা সময়ে আমি তার বিপক্ষে খেলতে পারিনি ঠিক তবে কাউন্টি ক্রিকেটে সে যখন ওয়ারচেষ্টারশায়ারের হয়ে খেলত তখন তার বিপক্ষে খেলেছি অনেক। সে শুধু দুর্দান্ত বোলারই নন, তাকে খেলাটাও চ্যালেঞ্জিং ছিল। যে কারনেই সে একজন সফল বোলার।’
রায়ান হ্যারিসকে নিয়ে রুট বলেন, ‘ইনজুরিতে না পড়লে আরও অনেওবার হ্যারিসের মুখোমুখি হতে হতো আমাকে। তাকে খেলাও কঠিন চ্যালেঞ্জিং মনে হতো আমার।’
গত সপ্তাহে প্রোটিয়া সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ২০১৩ সালে সাইদ আজমলের বিপক্ষে খেলা নিয়ে বলেন, ‘একজন তরুণ ব্যাটসম্যান হিসেবে দুবাইতে সাইদ আজমলকে খেলা কত কষ্ট সেটা আমি জানি। বিশেষ করে এশিয়াতে। আমিতো মাঝে মাঝে দুঃস্বপ্নও দেখতাম, আজমল আমাকে বোলিং করছে, আমি আউট হচ্ছি!’
আরও পড়ুন :
- কোনও দলের কাছেই হার গ্রহণযোগ্য নয়: মুমিনুল
- গরুর মাংস খেয়ে বিপদে রোহিতরা
- স্ত্রীর সমর্থনও পেলেন মাশরাফী
এমআর/