ঢাকাশনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

৯৮, ৯৯, ১০০তম ম্যাচেও রুটের শতক!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ ফেব্রুয়ারি ২০২১ , ০৫:২০ পিএম


loading/img
ক্যারাইয়ারের ১০০তম টেস্ট ম্যাচে শতকের পর

ছবির মতোই জো রুট যেন উড়ছেন ব্যাট হাতে। টানা তিন টেস্টে পেয়েছেন শতকের দেখা। এ যেন কল্পনা করছেন আর হয়ে যাচ্ছে। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই শতক হাঁকিয়েছিলেন এই ইংলিশ অধিনায়ক। সেই ফর্ম ধরে রেখেছেন ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টেও।

বিজ্ঞাপন

শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামে দু'দল। এই ম্যাচ ছিল জো রুটের শততম টেস্ট ম্যাচ। এই ম্যাচটা উদযাপন করেছেন সেঞ্চুরি দিয়ে।

রুটের সেঞ্চুরিটা আর দশটা সেঞ্চুরির মতোও নয়। এই শতকের বিশেষ তাৎপর্যও রয়েছে। প্রথমত এটি তাঁর শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি। যা বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতরান করার রেকর্ড।

বিজ্ঞাপন

আরও পড়ুন : 

এর আগে ১৯৬৮ সালে প্রথম বার রুটের স্বদেশী কলিন কাউন্ড্রে শতক হাঁকান তার শততম টেস্ট ম্যাচে। কাউন্ড্রের পর ১৯৮৯ সালে এই রেকর্ড করেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, ১৯৯০ সালে উইন্ডিজের গর্ডন গ্রিনিজ, ২০০০ সালে অ্যালেক স্টুয়ার্ট, ২০০৫-এ ইনজামাম উল হক, ২০০৬ সালে রিকি পন্টিং, ২০১২ সালে গ্রায়েম স্মিথ, ২০১৭ সালে হাশিম আমলা এবং সবশেষ এই তালিকায় যুক্ত হলেন জো রুট।

বিজ্ঞাপন

তবে শততম টেস্টে পন্টিং একমাত্র ক্রিকেটার, যিনি তার শততম টেস্টের দুই ইনিংসেই খেলেন শতরানের ইনিংস।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |