প্রথম ম্যাচে আকিলা ধনঞ্জয়ার হ্যাটট্রিকের পর কাইরন পোলার্ডের ছয় ছক্কা দেখেছিল ক্রিকেট প্রেমীরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৩ রানে জয় পেয়েছে লঙ্কানরা। শনিবার ভোরে অ্যান্টিগায় সমতায় ফিরল সফরকারীরা। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।
আরও পড়ুনঃ লা লিগার মাস সেরা খেলোয়াড় মেসি
নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে তারা। ৪২ বলে সর্বোচ্চ ৫৬ রান তুলেন ধানুশকা গুনাথিলাকা। ২৩ বলে ৩৭ রান করেন পাথুম নিধানঙ্কা। দুটি উইকেট তুলেন ডোয়াইন ব্রাভো। একটি করে উইকেট আদায় করেন জেসন হোল্ডার ও ওবেদ ম্যাককয়। অন্যদিকে ১৮.৪ ওভারে ১১৭ রানে গুড়িয়ে যায় স্বাগতিকরা।
আরও পড়ুন : ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!
৭ বলে ২৩ রান করেন ম্যাককয়। ১৯ বলে ২১ রান করেন লিনডেল সিমনস। ১৬ বলে ১৬ রান সংগ্রহ করেন ক্রিস গেইল। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাকসান সান্দাকান তিনটি করে উইকেট লাভ করেন। দুশমান্তথা চামিরা দুটি উইকেট তুলেন। একটি করে উইকেট নেন ধনঞ্জয়া ও গুনাথিলাকা।
১৯ রান ও তিন ৩ উইকেট তুলে সেরা খেলোয়াড় হয়েছন হাসারাঙ্গা। আগামী সোমবার তৃতীয় ও শেষ ম্যাচে নামবে দল দুটি।
ওয়াই