টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেইডেনকে। পুরো টুর্নামেন্টে পাকিস্তানের ব্যাটিং দেখে হেইডেনের সফলতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না।
দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন বাবর-রিজওয়ানরা। ফলে হেইডেনও উপভোগ করেছেন তার কাজ। পাকিস্তানের বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চুক্তিও শেষ হয়ে গেছে হেইডেনের।
বিদায়বেলায় চমৎকার একটি উপহার পাওয়ার কথাও জানিয়েছেন হেইডেন। পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদ উপহার পাওয়ার কথা জানিয়েছেন সাবেক ওপেনার। নিউজ কর্প অস্ট্রেলিয়ার সঙ্গে আলাপকালে জানান হেইডেন।
তিনি বলেন, ‘আমাকে কোরআন উপহার দিয়েছে রিজ্জি (রিজওয়ান) এবং বলতেই হবে এই চমৎকার ঘটনা আমি কখনও ভুলব না। আমি খ্রিস্টান হলেও ইসলাম ধর্ম নিয়ে আমার আগ্রহ আছে। আমি অনুসরণ করি যিশুকে আর ও (রিজওয়ান) অনুসরণ করে মোহাম্মদ (সা.)-কে। সে হিসেবে আমাদের দুজনের চিন্তার মধ্যে বিস্তর ফারাক থাকারই কথা, কিন্তু ও আমাকে কোরআনের একটি ইংরেজি অনুবাদ উপহার দিয়েছে।’
উপহার পেয়ে সেটা কাজেও লাগাচ্ছেন হেইডেন। জানান, প্রতিদিনই অল্প অল্প করে কোরআন পড়ছেন তিনি। এ ছাড়া রিজওয়ানেরও বেশ প্রশংসা করেন সাবেক অস্ট্রেলিয়ান ওপেনার। বলেন, পাকিস্তান দলের মধ্যে রিজ্জি আমার অন্যতম প্রিয় একজন খেলোয়াড়, সে একজন বিজয়ী।’
পাকিস্তান দলের ধর্মীয় সংস্কৃতি দেখে মুগ্ধ হয়েছেন হেইডেন। ড্রেসিংরুমের বিনয়ও তাকে আকৃষ্ট করেছে হেইডেন বলেন ‘তাদের বিনয় এবং পক্ষপাতহীনতা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম! গভীর ধর্মীয় মূল্যবোধ থেকে ওরা এটা শিখেছে। আসলে একজন পশ্চিমা হিসেবে জীবনে প্রতিশ্রুতি এবং বিশ্বাসের প্রভাব আপনি বুঝতে পারবেন না।’
টিএন/টিআই