রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বড় জয়ে পিএসজির জন্য দারুণ প্রস্তুতি সেরে রাখল কার্লো আনচেলত্তির দল।
সান্তিয়াগো বার্নাব্যুতে সোসিয়েদাদকে ৪-১ গোল ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ফলে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে নামবে লস ব্লাঙ্কোসরা। প্রথম লেগে ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানের পরাজয় দেখেছিল রিয়াল মাদ্রিদ।
বার্নাব্যুতে ম্যাচে প্রথম জালের দেখা পেয়েছিল সোসিয়েদাদ। ১০ম মিনিটের মাথায় পেনাল্টি থেকে অতিথিদের এগিয়ে নেয় মিকেল ওয়ারযাবাল। ম্যাচে সোসিয়েদাদের প্রাপ্তি অতটুকুনই। বাকি সময় রিয়াল একচ্ছত্র দাপট দেখিয়ে খেলে গেছে।
প্রথমার্ধের শেষদিকে ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে লিড নেয় রিয়াল। ৪০তম মিনিটে লুকা মদ্রিচের অ্যাসিস্টে রিয়ালকে সমতায় ফেরান মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। এরপর নিজেই গোলের দেখা পান মদ্রিচ। বেনজেমার কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে শট করে জাল খুঁজে নেন এই ক্রোয়েট।
দ্বিতীয়ার্ধেও নিজেদের সেরা ছন্দে খেলতে থাকে রিয়াল। ম্যাচের ৭০ মিনিটে বেনজেমা জালের দেখা পান। তবে এই ফরাসিকে পাস দেওয়া রদ্রিগো অফসাইডে থাকায় গোলটি গণনা করা হয়নি। অবশ্য ৫ মিনিট পরেই গোল না পাওয়ার আক্ষেপ দূর করেন বেনজেমা। ভিএআরে পেনাল্টি পেলে স্পট কিক থেকে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন বেনজেমা।
ম্যাচের ৭৯তম মিনিটে কার্ভালহোর পাস থেকে গোল করে গোলের হালি পূরণ করে মার্কো এসেনসিও। ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রাখা রিয়াল ১৮টি শট নেয় গোলমুখে। ম্যাচে কেবল ফাউল করার দিক দিয়েই এগিয়ে ছিল সোসিয়েদাদ।
এই জয়ে লা লিগায় ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আনচেলত্তির দল। দুইয়ে থাকা সেভিয়ার সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে লস ব্লাঙ্কোসরা। হেরে যাওয়া সোসিয়েদাদ ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে।
নিজেদের পরের ম্যাচে আগামী বৃহস্পতিবার (১০ মার্চ) চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে এমবাপ্পের গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল শেষ আটে উঠার লড়াইয়ে সোসিয়েদাদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।