ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ফেব্রুয়ারির মাস সেরা শ্রেয়াস আইয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ মার্চ ২০২২ , ০৬:৫৪ পিএম


loading/img
শ্রেয়াস আইয়ার

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থে প্রথমবার জায়গা করে সেরা হয়েছেন ভারতের ব্যাটার শ্রেয়াস আইয়ার। ফেব্রুয়ারি মাসে দারুণ পারফর্ম করে জায়গা করে নেন সেরা ৩ জনে। শ্রেয়াসের সঙ্গী ছিলেন সংযুক্ত আরব আমিরাতের ভৃত্য অরবিন্দ ও নেপালের দিপেন্দ্র সিং আইরিক।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত অরবিন্দ ও দিপেন্দ্রকে পেছনে ফেলে হয়েছেন আইসিসির মাস সেরা ক্রিকেটার। গত মাসের শুরুতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে হন ম্যাচ সেরা। এ ছাড়াও ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৬ বলে ২৫ রান করে অবদান রাখেন দলের জয়ে।

সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও শ্রেয়াস ছিলেন দুর্দান্ত। খেলেন ৫৭, ৭৪ ও ৭৩ রানের তিনটি অপরাজিত ইনিংস। সিরিজ সেরা হন ১৭৪ দশমিক ৩৫ স্ট্রাইক রেটে ২০৪ রান করে।

বিজ্ঞাপন

নারী ক্রিকেটে মাস সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১১৭ দশমিক ৬৬ গড়ে ৩৫৩ রান করে হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ছিল তিনটি ফিফটি ও একটি সেঞ্চুরি। এ ছাড়াও নিয়েছিলেন ৭টি উইকেট।

২০২১ সালের শুরু থেকে আইসিসি মাস সেরা ক্রিকেটারের স্বীকৃতি দেওয়া শুরু করে আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচিতদের। শতকরা ৯০ ভাগ ভোট আসে আইসিসির ভোটিং একাডেমিতে ই-মেইলে ভোট দেওয়া জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের থেকে। ১০ শতাংশ ভোট নেওয়া হয় আইসিসির ওয়েবসাইটে দেওয়া সমর্থকদের থেকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |