হারের বৃত্তে ঘুরতে থাকা চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ আজ (৯ এপ্রিল) মুখোমুখি হয় একে অপরের। হারতে থাকা চেন্নাইকে হারিয়ে জয়ের খাতা খুললো সানরাইজার্স। অরেঞ্জ আর্মিরা জিতলেও টানা চার ম্যাচে জয়বঞ্চিত থেকে কাটালো রবীন্দ্র জাদেজার চেন্নাই।
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে ভর করে চেন্নাইকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে চেন্নাই। জবাবে ১৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে চেন্নাইয়ের ব্যাটাররা খুব বেশি ভালো খেলতে পারেনি। দলটির পক্ষে মঈন আলী ৩৫ বলে ৩ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৪৮ রান করে। এছাড়া আম্বাতি রায়ডু ২৭ ও জাদেজা করেন ২৩ রান। সানরাইজার্সের পক্ষে ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন ২টি করে উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে ৮৯ রানের জুটি গড়েন সানরাইজার্সের দুই ওপেনার অভিষেক ও কেন উইলিয়ামসন। অধিনায়ক উইলিয়ামসন ৩২ রানে আউট হয়ে ফেরেন। আরেক ওপেনার অভিষেক ৫০ বলে ৫ চার ও ৩ ছয়ে করেন ৭০ রান।
এরপর রাহুল ত্রিপাটি ঝড়ে আগেই জয় নিশ্চিত করে সানরাইজার্স। মাত্র ১৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৯ রানে অপরাজিত থাকেন রাহুল। চেন্নাইয়ের পক্ষে মুকেশ চৌধুরী ও ডোয়াইন ব্রাভো ১টি করে উইকেট শিকার করেন।