বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানদোভস্কি তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিচ্ছেন, সম্প্রতি এমন খবর প্রকাশ পেয়েছিল। পোলিশ একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমন খবর প্রথম প্রকাশ পায়।
তবে সপ্তাহ না পেরোতেই জানা যায়, প্রকাশ পাওয়া খবরটি সম্পূর্ণ গুজব। এবার কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাতেও আলেমানিও জানিয়েছেন, বার্সা-লেভানদোভস্কির চুক্তি হয়েছে এমন খবরের কোনো সত্যতা নেই।
ইউরোপা লিগে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে দ্বিতীয় লেগে বার্সা মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন আলেমানি। লেভানদোভস্কি ও বার্সার মধ্যকার চুক্তি নিয়ে আলেমানি বলেন,
‘পোলিশ ফরোয়ার্ডের সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই। এটা প্রেস থেকে অনুমান নির্ভর খবর মাত্র, যা পৃষ্ঠা পূরণ করার জন্য খুবই ভালো।’
আলেমানি আরও জানিয়েছেন, যদি লেভানদোভস্কি তারা পেতেই চান, তবে সবার আগে বায়ার্নের সঙ্গেই যোগাযোগ করবে বার্সা। কাতালান স্পোর্টিং ডিরেক্টর আরও বলেন, ‘এটা সত্য নয়। যদি আমরা তাকে চাই, তাহলে প্রথমেই আমরা তার ক্লাবের সঙ্গে কথা বলবো।’