২০২১ সালের ডিসেম্বরে টেস্ট ফরম্যাটের শীর্ষে উঠেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশেন। দীর্ঘ ৭ মাস টেস্টের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার পর জায়গা হারাতে হলো এই অজি ব্যাটারকে।
অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য ফর্মে থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুটের কাছে টেস্টের সেরা ব্যাটসম্যানের জায়গা হারাতে হলো লাবুশেনকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে দুই শতক হাঁকিয়ে লাবুশেনের চেয়ে পাঁচ রেটিং পয়েন্ট বেশি নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন এই ইংলিশ তারকা ব্যাটসম্যান।
৩১ বছর বয়সী ইংলিশ এই সাবেক অধিনায়ক ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ অবস্থানে উঠেছেন। সদ্যই টেস্টে ১০ হাজার রান স্পর্শ করা রুটকে অবশ্য পেছনে ফেলার সুযোগ রয়েছে লাবুশেনের সামনে।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো করলে শীর্ষস্থান পুনরুদ্ধারের সুযোগ থাকবে এই অজি ক্রিকেটারের সামনে। অবশ্য সদ্য টেস্ট অধিনায়কত্ব হারানো রুটের সামনেও সুযোগ আছে শীর্ষস্থান আরও পোক্ত করার।
নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি টেস্ট শেষে ভারতের বিপক্ষে একটি ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড ও চলতি ক্যালেন্ডার ইয়ারে চারটি শতক হাঁকিয়ে ফেলা রুট।
সাদা পোশাকে ২৭টি শতক দেখা রুট অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড গড়েছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। রুটের রান ৩১৩৭ রান। দ্বিতীয় স্থানে থাকা লাবুশেনের রান ২১৮০ রান। এদিকে তালিকার তিনেম চারে ও পাঁচে যথারীতি রয়েছেন স্টিভেন স্মিথ, বাবর আজম ও কেইন উইলিয়ামসন।