দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজে ব্যাট হাতে ফর্মে নেই ঋষভ পান্ত। যিনি প্রোটিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়কত্বের অভিষেকে হারের তেতো স্বাদ পেয়েছিলেন পান্ত। টানা দুই ম্যাচ হারের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে সমতায় আছে ভারত।
শেষ ম্যাচে প্রোটিয়ানদের বিপক্ষে ভারত সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামার আগে সমালোচনার শিকার হয়েছেন নতুন অধিনায়ক পান্ত। এই ভারতীয় উইকেটরক্ষক মুটিয়ে গেছেন, এমনকি পান্তের ফিটনেস ইস্যু নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।
নিজের ইউটিউব চ্যানেলে কানেরিয়া বলেন, ‘আমি পান্তের উইকেটকিপিং নিয়ে কথা বলতে চাই। একটা জিনিস আমি দেখেছি—ফাস্ট বোলারদের বোলিংয়ের সময় সে কুঁজো হতে পারে না এবং পায়ের আঙুলের ওপর ভর দিয়ে বসতে পারে না।
এটা দেখে মনে হয় তার ওজনটা একটু বেশি হয়ে গেছে এবং মোটা হওয়ার কারণে সে দ্রুত বলের পেছনে যেতে পারেন না। সে কি শতভাগ ফিট?’
ব্যাট হাতে ৪ ম্যাচে ৫৭ রান করলেও কানেরিয়া অবশ্য পান্তের ব্যাটিং কিংবা অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। তিনি পান্ত ইস্যুতে আরও যোগ করেন, ‘যখন পান্তের অধিনায়কত্বের বিষয় আসে, তবে আমি বলব সে হার্দিক এবং কার্তিকের মতো দারুণ সাপোর্টিভ দুইজনকে পেয়েছেন। পান্ত হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম ভারতীয় অধিনায়ক হতে যাচ্ছেন।’