করোনায় আক্রান্ত হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে খেলতে পারবেন না রোহিত শর্মা। দলের নিয়মিত টেস্ট অধিনায়কের বদলে এজবাস্টনে নেতৃত্ব দেবেন পেসার জাসপ্রিত বুমরাহ।
এমনটাই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। কলকাতাভিত্তিক আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস কিংবা টাইমস অব ইন্ডিয়া সবগুলো সংবাদমাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাতে জানিয়েছে, রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন পেসার বুমরাহ।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ম্যাচের আগে আজ (২৯ জুন) এক টিম মিটিংয়ে বুমরাহকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। বুমরাহ নেতৃত্ব দিলে কপিল দেবের পর দ্বিতীয় পেসার হিসেবে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পাবেন তিনি।
এ ছাড়াও প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পাবেন এই ক্রিকেটার। এদিকে করোনা আক্রান্ত রোহিত এখনও আইসোলেশনে রয়েছেন।