ঢাকামঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

স্থায়ী ব্যাটিং কোচ হচ্ছেন ইউসুফ, পরামর্শক হেইডেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২ , ১২:৩৪ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

পাকিস্তান দলের ব্যাটিং কোচের অস্থায়ী দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইউসুফ। এবার পূর্ণমেয়াদে এই দায়িত্ব দেওয়া হচ্ছে পাকিস্তানের এই ব্যাটিং কিংবদন্তিকে। এমনই সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি এবং নেশনস পাকিস্তান।

বিজ্ঞাপন

তাদের প্রতিবেদন মতে, মোহাম্মদ ইউসুফকে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি। ইউসুফকে জাতীয় দলের ব্যাটিং কোচের পূর্ণমেয়াদে দায়িত্ব দেওয়া হবে।

এদিকে ইউসুফের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা করে ব্যাটিং পরামর্শক রাখার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যাটিং পরামর্শকের দায়িত্বের জন্য সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেনের দিকে চোখ দেশটির ন্যাশনাল ক্রিকেট গভর্নিং বডির।

বিজ্ঞাপন

ইউসুফের সঙ্গে মিলে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের হয়ে কাজ করবেন হেইডেন। ইউসুফ এর আগেও জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে সেটি সিরিজভিত্তিক। চলতি লঙ্কান সিরিজেও একই দায়িত্ব পালন করছেন ইউসুফ।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |