ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

১ মাসে ৪৬ ধাপ এগিয়ে বাবরকে হুমকি সূর্যকুমারের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ আগস্ট ২০২২ , ০৪:১৯ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

চলতি বছরের জুলাইয়ের ১ তারিখেও আইসিসির টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সূর্যকুমার যাদবের অবস্থান ছিল ৪৮, রেটিং পয়েন্ট ছিল মাত্র ৪৭৭। অপরদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৮১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন।

বিজ্ঞাপন

মাস পেরিয়ে জুলাই শেষে আগস্ট এসেছে, যথারীতি বহাল তবিয়তে বাবর টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। রেটিং পয়েন্টও পূর্বের মতো ৮১৮তে রয়েছে। তবে পাকিস্তানের অধিনায়ককে এক মাস ঘুরতেই হুমকি দিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার।

১ মাসের ব্যবধানে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৪৮ থেকে ২য় স্থানে উঠে এসেছে এই ভারতীয় ব্যাটসম্যান। রেটিং পয়েন্টও এক মাসের ব্যবধানে বেড়েছে ৩৩৯। বর্তমানে সূর্যকুমারের টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় রেটিং পয়েন্ট ৮১৬। যা বাবরের ৮১৮ থেকে মাত্র ২ রেটিং পয়েন্ট পেছনে।

বিজ্ঞাপন

সূর্যকুমার গত এক মাসের ব্যবধানে ৬ টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন। যেখানে ১টি করে শতক ও অর্ধশতক রয়েছে এই ভারতীয় ব্যাটসম্যানের। এই সময়ে ৬ ইনিংসে ২৮২ রান করেছেন সূর্যকুমার। এই রান করতে খেলেছেন মাত্র ১৫১ বল। স্ট্রাইক রেট ১৮৬। এমন মারকুটে এবং ধারাবাহিক ইনিংস খেলায় র‍্যাঙ্কিংয়েও দুর্দান্ত উন্নতি করেছেন এই ক্রিকেটার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |