২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র হয়ে গেছে তুরস্কের ইস্তানবুলে। যেখানে সবচেয়ে কঠিন গ্রুপ বলা চলে ‘গ্রুপ অব ডেথ’ হিসেবে আখ্যা পেয়েছে গ্রুপ ‘সি’।
এই গ্রুপে আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং ভিক্তোরিয়া জেন। চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ স্টেজে বায়ার্নের মুখোমুখি হতে হবে বার্সেলোনাকে।
জার্মান এই ক্লাবের বিপক্ষে ২০১৫ সালের পর চ্যাম্পিয়ন লিগে কোনো জয় দেখেনি বার্সা। সর্বশেষ চার ম্যাচেও বায়ার্নের কাছে খুব বাজেভাবে হেরেছে বার্সেলোনা। এরমধ্যে গত বছরের চ্যাম্পিয়নস লিগের আসরেও গ্রুপ স্টেজে দুই ম্যাচে ৩টি করে মোট ৬ গোল হজম করে হেরেছে কাতালান ক্লাবটি।
এর আগে ২০২০ সালে বার্সাকে রীতিমতো ৮-২ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিখ। সর্বশেষ ২০১৫ সালে জেতা ম্যাচে অবশ্য ৩ গোল দিয়েছে বার্সা। বায়ার্নের বিপক্ষে বার্সার চ্যাম্পিয়নস লিগে পাওয়া অন্য জয় ২০০৯ সালে। অপরাজেয় বার্সার সে সময়ের দলের বিপক্ষে ৪-০ গোল ব্যবধানের হার দেখেছিল বায়ার্ন।
যদিও চ্যাম্পিয়নস লিগের আসরে এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি ১১ ম্যাচের মধ্যে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছে বায়ার্ন। জার্মান ক্লাবটির ৮ জয়ের বিপরীতে বার্সার জয় মাত্র ২টি। অন্য একটি ম্যাচ ড্র হয়েছে। এরমধ্যে সর্বশেষ টানা চার ম্যাচে হারা বার্সা এবার কী পারবে চ্যাম্পিয়নস লিগের মঞ্চে বায়ার্ন গেরো কাটতে।
সে উত্তর সময় বলে দেবে। তবে বার্সা নিশ্চিতভাবে এবার বিধ্বস্ত না হওয়ার আশা করতেই পারে। কারণ, বার্সাকে নিয়ে গত কয়েক মৌসুমে ছেলেখেলা করা বায়ার্নের রবার্ট লেভানদোভস্কিকে নিজেদের দলে টেনে নিয়েছে কাতালান ক্লাবটি।
বার্সা-বায়ার্নের ‘সি’ গ্রুপ ছাড়া সামনের চ্যাম্পিয়নস লিগের আসরে কোন দল কোন গ্রুপে পড়েছে আরটিভি অনলাইনের জন্য সে তালিকা দেওয়া হচ্ছে।
গ্রুপ এ: আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।
গ্রুপ বি: পোর্তো, অ্যাথলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন, ক্লাব বুর্গ।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্তোরিয়া জেন।
গ্রুপ ডি: ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম, স্পোর্টিং, অলিম্পিক মার্শেই।
গ্রুপ ই: এসি মিলান, চেলসি, রেড বুল সালজবুর্গ, দিনামো জাগরেব।
গ্রুপ এফ: রিয়াল মাদ্রিদ, লাইপজিগ, শাখতার দোনেতস্ক, সেল্টিক।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ডর্টমুন্ড, এফসি কোপেনহেগেন।
গ্রুপ এইচ: প্যারিস সেইন্ট জার্মেই, জুভেন্টাস, বেনফিকা, মাকাবি হাইফা।